পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO68 প্ৰ’ । ইহাতে কি জানা যায় ? উৎ । এই জানা যায়, যে ইহারা অতি দুষ্ট লোক ছিল, যে হেতুক তিনি তাহদের সাক্ষাতে মন্দিরের মধ্যে প্র- | ত্যহ শিঙ্গাইতেন, তৎকালে তঁহাকে না ধরিয়া তল- | ওয়ার ও লাঠি ধারণ করত রাত্ৰিতে ধরিতে গেলা ফল, । অন্ধকার আর বিশেষ শক্তি হইয়াছে দুষ্ট লোক দের বড় আশুয়স্থান, কি না। এই দুইকে আশ্ৰয় পা- ? ইলে তাহারা ইচ্ছানুসারে যত চায় তত দুষ্কৰ্ম্ম করে, কিন্তু উহারা কুকৰ্ম্ম করিয়া কোন ক্রমে মানুষের বি চারে এড়াইলেওঁ ঈশ্বরের বিচারে কদাচছাড়ােন পাই--- ওস্তান, যেহেতুক তিনি তাঁহাদের সকল দুষ্কন্ম ও ।

  • جِیو-چasتکلمے یے دس - - - সকলের উপযুক্ত প্রতিফল দিবেন।" "*ািতর হইয়া

প্রি” । তাহাকে ধরিবার সময়ে খৃষ্ট গ্রন্থ পূর্ণ হইবার আব: শ্যক আছে, এ কথা কহিলেন কেন ? উৎ । ভবিষ্যদ্বক্তাদের পুস্তকে তাহদের ঐ সকল দুষ্কৰ্ম্মের বিষয়ে এবং তাঁহার দুঃখ ভোগ বিষয়ে ঈষ্ট রূপেই লিথিত ছিল ; অতএব তাহারা তাহাকে ধারণদ্বারা কেবল সেই সকল ভবিষ্যদ্বাণী পূর্ণ করিতে প্রবৃত্ত হইল, ইনি ইহা জানিয়া এই কথা কহিলেন । ফল, উহারা যদি মত্ত হস্তির ন্যায় রাগান্ধী না হইতে, তবে থ্রাষ্টের তাহাদিগকে এ সকল কথাবলিবার আবশ্যকতা ছিল না ; যে হেতুক সেই সকল পুস্তক তাহদের হস্তে ছিল, যদি ইচ্ছা হইত। তবে সেই গ্রন্থ দেখিলেই থ্রীষ্টের প্রতি লিথিত ছিল যে সকল চিহ্ন, সে সকলি ইহাতে ঘটিত হওয়াতে অনায়াসে তাঁহাকে ত্ৰাণ L