পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাকরাচিত মঙ্গল সমাচার গ্রন্থের Ho-3-3- ত্ৰয়োদশ অধ্যায় । ১৷ পদ অববি ১৩ পদ পৰ্য্যন্ত । পরে তিনি মন্দির হইতে যাইতে ২ তাহার এক জন শিষ্য তঁহাকে কহিল, হে গুরো, দেখ, এ কি , পুকার পুস্তর ও নিৰ্ম্মিত কৰ্ম্ম সকল ! তখন খ্রিস্তু তাহাকে উত্তর করিলেন, যে তুমি কি এ বড় নিৰ্ম্মিত সকল দেখিতেছি? ইহার মধ্যে যে অধঃপতিত না হইবে, এমন এক পাথর অন্যের উপর থাকিবে না। অনন্তর তিনি জৈতুন পৰ্বতে মন্দিরের সম্মুখে বসিালে পিতর, ও য়াকোব, ও য়োহান, ও অন্দুিয়া তাহাকে সংগোপনে জিজ্ঞাসা করিল, যে এ সকল কৰ্ম্ম কখন হুইবে ? এবং যখন এ সমস্ত পূর্ণ হইবে, তখন তাঁহার চিহ্ন বা কি? ইহা আমাদিগকে বলুন। তখন মিস্ত তাহাদিগকে প্রত্যুত্তর করিয়া কহিতে লাগিলেন, সাবধান কেহ যেন তোমাদিগকে ভূস্ত করে না। কেননা আমি খ্রীষ্ট ইহা বলিয়া অনেকে। আমার নামে আসিবে, এবং অনেকের ভুক্তি জন্মঃ