পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO3) 円。1 এই বোধ হয়, যে দুষ্ট লোকেরা আপনাদের ৰূঢ় মনস্কামনা সিদ্ধি করিবার জন্যে ন্যায় বা হউক অন্যায়। বা হউক, যখন যাহা উপস্থিত হয় তাহাঁই অবলম্বন করে; অতএব ঈশ্বর যেন দয়া করিয়া দুষ্ট লোকদের হাত হইতে আমাদিগকে রক্ষা করেন, এই অ্যামাদের প্রার্থনা করা কীৰ্ত্তব্য । | প্ৰ’। সাক্ষিদ্বারা উহারা যখন তাহার উপর দোষ বৰ্ত্তাইতে পারিল না, তখন কি করিল ? উৎ । মহা যাজক মধ্যস্থানে উঠিয়া তাঁহাকে প্রশ্ন করিয়া | কহিল, তুমি না কি কিছু উত্তর দেওনা ? তোমার দো যেতে ইহারা কি সাক্ষ্য দেয়? কিন্তু তিনি মৌনী থাকিয়া কিছু উত্তর দিলেন না । প্ৰভু ! ইহাতে কি বোধ হয় ? উৎ । তিনি নির্দোষ হইয়াও মিথ্যা দোষদায়কের মধ্যে নিরুত্তর থাকাতে বোধ হয়, যে তিনি অতি সুশীল ও সহিষ্ণু ছিলেন । ফল, তিনি যে তাহদের নিকটে এতদ্রুপ নিরুত্তরে থাকিবেন, তাহার বিষয়ে ভাবিদ্বক্তারা এমত লিথিয়াছিলেন, যথা “ মারিবার জন্যে মেষের বাচ্চাকে যেমন কেহ লইয়া যায়, ও যেমন লোম কাটার সম্মুখে মেষ গোঙ্গা হয়, তেমনি তিনি মুখ থুলিলেন Հյի” গুণ । ভাল, ইহার পরে তাহার উপর দোষ দিবার নিমিত্তে তাহারা অন্য কোন পথ অবলম্বন করিল কি না ? উ" | হ্যাঁ, মহা যাজক তঁহাকে জিজ্ঞাসিল, যে তুমি সদানন্দের পুত্র গুীষ্ট কি না? অর্থন ইনি কহিলেন, হা আমি আছি । ফল, তিনি যে গুীষ্ট তাহদের এমত বিশ্বাস হইল না, অতএব তিনি এতদ্রুপ আপনাকে থুষ্ট