পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se se বলিয়া স্বীকার করিলেন, তদূরা আঁহাকে দোষী । করিতে পারে, এই তাহদের মনস্থ ছিল; এবং তিনি তাহাদের সেই কু মনস্থ জানিয়াও অথচ অস্বীকার না করিয়া স্লষ্ট কহিলেন, যে আমি তো সেই বাট । প্র’। ভাল, তিনি যে খৃষ্ট ইহা তাহাদিগকে বুঝাইবার । জন্যে আর কোন কথা কহিলেন কি না ? উত্স | হাঁ কহিলেন, যে তোমরা মনুষ্য পুত্রকে পরাক্রমের । দক্ষিণ পাশ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘে। আগমন করিতে দেখিবা, অর্থাৎ, আমি যে খৃষ্ট ইহা । তোমরা এই ক্ষণে প্রত্যয় না করিলেও অথচ তোমরা যখন প্রত্যয় করি বা এমত যে আমার মহা গৌরবের । সময় তাহ অ্যাসিতেছে । ফল, ইনি আপনি বিষয়ে । এ কথা কহিতেছেন, তাহারা ইহা জানিয়া তাৎ কথন- । দ্বারা তৎক্ষণাৎ তাহাকে দোষী করিল | কি না মহা- । যাজক সেই কথা শুনিবা মাত্র আপনি বাস্ত্ৰ ফাড়িয়া | মন্ত্রি ও অধ্যাপাকদিগকে বলিল, যে আর আমাদের সাঙ্গিক্রর প্রয়োজন কি? তোমরা তঁহার আপনার । মুখেতেই ঈশ্বরাপমানক কথা শুনিয়াছ ; অতএব তোমরা কি বুঝহে? তখন তাহারা সকলেই তাঁহাকে মরণার্থে অপরাধী করিয়া নিশ্চয় করিল। গু০ । ইহাতে কি শিক্ষা পাই ? উত। দুইটা শিক্ষা পাই। প্রথম এই, যে দুষ্ট লোকেরা ইহ লোকে যদ্যপিও থ্রীষ্টকে ত্ৰাণকৰ্ত্তা করিয়া মানে না, অথচ যখন তিনি পরাক্রম বিশিষ্ট হইয়া শেষ দিনে বিচার করিতে আসিবেন, তখন তাহারা বিশ্বাস করিবে; কিন্তু তাৎ - কালীন বিশ্বাস আর তাহাদিগকে সৰ্বনাশ হইতে রক্ষা