পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOV Š দ্বিতীয়বার ডাকিবে না, তাহাপিতরের মনে পড়িল; | এবং সে তাহার ভাবনা করিয়া ক্ৰন্দন করিল। প্রশ্ল| মহাযাজক প্রভৃতি লোকেরা যখন থ্রীষ্টের ঐ সকল অপমান করিল, তখন পিতার কোথায় ছিল ? ? উত্তর । সে দালানে মহাযাজকদের চাকরের সঙ্গে দাড়া-- ইয়া ছিল । প্রতি । এমত লোকদের সহিত থাকাতে তাহার কি কোন •न्द्र झफ्रेिल ना ? উৎ। হাঁস ঘটিল, যে হেতুক মহাযাজকের এক দাসী তাঁহাকে চিনিয়া সকল চাকর লোককে জানাইয়া দিল, যে | ইনিতো খুঁীষ্টের এক জন সঙ্গী ছিলেন । প্র’। ভাল, পিতার উহার কথা শুনিয়া কি করিল ? উ” । কুকুড়া ডাকিবার পূৰ্বে তুমি আমাকে তিন বার অস্বী- | কার করিব, এই কথা যে খ্ৰীষ্ট তাহাকে পূৰ্বে কহি । য়াছিলেন, তাহা তাহার মনে ছিল কি না বলা যায় । না ; কিন্তু সে ঐ দাসীর কথা শুনিবা মাত্ৰ তাহাকে । অস্বীকার করিয়া কহিল, যে আমি তাঁহাকে জানি না; } আর তুমি কি কহিতেছ। তাহাও আমি বুঝি না। । প্রতি । ইহাতে কি বোধ হয় ? উৎ । এই বোধ হয়, যে তাহার আত্মশ্লাঘা প্রযুক্ত খৃষ্ট তাহাকে সে পাপহইতে রক্ষা না করিয়া ত্যাগ করিালেন। ফল, খৃষ্ট যখন তদ্বিষয় তাহাকে জানাইলেন, তখন সে আমি কদাচি এমত করিব না, এ কথা না বলিয়া যদি কহিত, যে হে প্রভো, আমি দুৰ্বল মানুষ, অতএবং সেই পাপ হইতে আমাকে রক্ষা করুন, তবে বোধ হয় যে সে রক্ষা পাইয়া তদ্রুপ করিত না |