পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রণ। সে খৃষ্টকে এইরূপ অস্বীকারানন্তর কি করিল ? উৎ । সে স্থান হইতে দরদালানেতে গেল ; সেখানেও পুনশ্চ এক দাসী তাহাকে দেথিয়া নিকটস্থ লোকদিগকে বলিতে লাগিল, এই তাহদের মধ্যের এক জন ; এবং সে পুনৰ্বাের অস্বীকার করিল। কিঞ্চিৎ কালপরে নিকটস্থ লোকেরাও আরবার তাঁহাকে বলিল, যে অবশ্য তুমি তাহাঁদের এক জন । তথন সে শাপ দিয়া ও দিব্যাদি করিয়া বালিতে লাগিল, যে তোমরা যাহার কথা কহিতেছ, আমি সে মনষ্যকে জানি না । সে এই কথা কহিৰামাত্র দ্বিতীয় বার কুঙ্কট ডাকিল । প্র”। সে কোন বিষয়ে ভীত হইয়া খ্ৰীষ্টকে পুনঃ থ, অম্বী কারা করিল ? উ” । সভাস্থ লোকেরা যে তাহার প্রাণদণ্ড করিবে কিন্থা কারাগারে রাথিবে, তাহার এমন্ত ভয় ছিল না; বোধ হয়, যে কেবল লজ্জা প্রযুক্ত সে কৰ্ম্মটা করিল; যে হেতুক কোনই লোক দুঃখ হইতে লজ্জা বিষয়ে অধিক ভীত হয়। অতএৰ কি লজ্জাস্থানে दिगं पूेथेच्छुicन কোন স্থানেই যেন আমরা খৃষ্টকে অস্বীকার না করি, বরণ ঈশ্বর যেন আমাদিগকে সৰ্বত্র রক্ষা করেন, এই আমাদের প্রার্থনা করা কীৰ্ত্তব্য । প্রতি । ইহাতে কি শিক্ষা পাই ? উৎ | এই শিক্ষা পাই, যে স্বভাবতই আমাদের পারমার্থিক বিষয়ে বড় দুৰ্বলতা আছে, ইহা জানিয়া আমরা সচেতনে থাকিবার কথা শুনিতে পাইলে, তাহাতে যেন সু মনোযোগ করি, এবং কুসংসৰ্গ বিষয়ে সাবধানে থাকি, এই আমাদের কৰ্ত্তব্য ; যে হেতুক পিতরের থ্রীষ্টের সচেতনে থাকিবার কথাতে মনোযোগ না।