পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NON) যে আপনাকে পারমার্থিক বিষয়ের রাজা বলিয়া জানাইলেন, সেই কথাকে অবলম্বন করিয়া তিনি সাম্প্রসারিক বিষয়ে আপনাকে রাজা কহিয়াছেন; তাহার কথার এই বিপরীতাৰ্থ কহন দ্বারা পীলাতের কাছে তাহাকে দোষী করিতে চেষ্টা পাইল । প্রতি । ইহাতে কি বোধ হয় ? উৎ। এই বোধ হয়, যে তাহারা বড় শয়তানীয় লোক ছিল, যে হেতুক যেই বিষয়ের কথা কহিয়া তাহাকে দোষী করিল, সে সকলি মিথ্যা | আর উহারা যে শয়তানীয় লোক ছিল, ইহা কেবল এতদ্বিষয়দ্বারা জানা যায়, এমত নহে; তাহীদের অন্য ২ অন্যায় অনুচিত কৰ্ম্ম দ্বারাতেও জানা যায়। দেখ, রাত্ৰিতে কদাচি কৰ্ত্তব্য নহে যে বিচার, তাহাও উহারা করিয়াছিল। আর উহারা যে দিনে খৃষ্টকে পীলাতের নিকটে নিয়া গিয়াছিল। সে দিন পশিহা পৰ্ব সম্বন্ধীর বিশেষ দিন, এ প্রিযুক্ত তদিবসে অধ্যাপকদের ও যাজকদের ঈশ্বরের ব্যবস্থানুসারে মন্দির সম্বকীয় অনেক কৰ্ম্ম ছিল; কিন্তু উহারা আপনাদের কুবাসনা সিদ্ধির নিমিত্তে সেই সকল শাস্ত্রীয় কৰ্ম্মও ত্যাগ করিল। ফল, কাল্লিনিকেরা শাস্ত্ৰজ্ঞা পালন বিষয়ে বাহে অত্যন্নুরাগী, কিন্তু আন্তরিক শৃদ্ধ কিছুই না থাকাতে শাস্ত্র বিরুদ্ধ কোন মনোরথ উপস্থিত হইলে তাহাতে বাধিত না হইয়া আপনাদের কুমনস্কামনা পূর্ণ করিতে কোন প্রকারে श्रील, श् यू का) । প্রজ্ঞ । ইহাতে কি শিক্ষা পাই ? উ%। দুইটী শিক্ষা পাই।