পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপনাকে এমত বদ্ধ হইতে দিলেন, ইহার কারণ কি ? উৎ। কারণ এই, যে আমাদের প্রতি তাহার অতিশয় প্রেম ছিল। দি ফল, আমাদের পাপ তাহার ঐ শৃঙ্খল স্বরূপ ছিল, কি না ইনি প্রতিনিধি হইয়া আমাদের ভোগ্য পাপ সকল ভোগ করাতে তাহার প্রতি এই সকল शनि । প্র’। ভাল, তিনি পীলাতের নিকটে উপস্থিত হইলে সে তাহাকে কি জিজ্ঞাসিল ? टे० । তুমি নাকি য়িহুদী লোকদের রাজা ? ইহা জিজ্ঞাসা করিল। তুমিতো কহিয়াছ, তিনি এই কথা বলিয়া অ্যার কোন উত্তর দিলেন না | পরে য়িহদী লোকেরা তাহার যে ২ বিষয়ে যত দোষ দিল, তাহার কিছুতেই উত্তর না দিয়া মৌনী হইয়া থাকিলেন । তাহাতে পীলাত আশ্চৰ্য্য জ্ঞান করিল। ফল, তিনি জানিলেন। যে তঁহার নির্দোষিতা বিষয়ে পীলাত অবগত ছিল, এ কারণ উত্তর দিবার বিষয়ে অনাবশ্যকতা জ্ঞান করিয়া নীরব হইয়া রহিলেন । গুহ । তৎকালে লোক সকল পীলাতের নিকটে কি চাহিতে व्लाब्लि ? উৎ । য়িহুদী লোকদের এই একটা রীতি ছিল, যে কারাগারে বন্ধি লোকদের মধ্যে এক জনকে ঐ পৰ্বসময়ে দেশাধ্যক্ষ তাঁহাদের ইচ্ছানুসারে মোচন করিয়া দিতেন ; অতএব সেই ধারার কথা উপস্থিত করিয়া এক জনকে মুক্ত করিয়া দিতে তাহার নিকটে যাচুঞো না করিলা । | * " | প্ৰ’ । তাহাতে পীলাত কি করিল ? . . . . . .12 1 1