পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উe। মহা যাজকাদিরা যে ঈর্ষভাবে খুগ্ৰীষ্টকে সমর্পণ করিা য়াছিল, ইহা স্থির জানিয়া আঁহাকেই মুক্ত করিতে । 瓦tf玄可1 প্র’। ভাল, আঁহাকে মুক্ত করিয়া দিতে লোকেরা কি স্বীকার | করিলে ? উ” । না, তাহা স্বীকার করিল না। ফল, অল্প দিন পূৰ্বে । তাহাদের নগরে একটা মহা বিবাদ হইয়াছিল, সেই বিৰাদ্দেতে বরাক্কা নামে এক জন চোর গুন করিয়া, কারাগারে বদ্ধ ছিল ; অতএব মহা যাজকেরা তাহা- | ন-কে ছাড়িয়া দিবার জন্যে লোকদিগকে উস্কাইয়ণ | দিল, এই হেতুক তাহারা পীলাতকে কহিল, যে | তিনি খ্ৰীষ্টকে মুক্ত না করিয়া ঐ ব্যক্তিকে মুক্ত করেন | – } | " গুরু । ইহাতে কি বোধ হয় ? উ০ । এই বোধ হয়, যে তাহদের মধ্যে নানা অলৌকিক কৰ্ম্ম করিয়াছিলেন, ও উত্তম রূপে সদ্যপদেশ দিয়া- ৷ ছিলেন যে খৃষ্ট, তাহাকে মনোনীত না করিয়া খুনী ও চোর যে বীরত্ব, তাহাকে যে প্রিয় করিয়া মুক্ত । করিয়া দিতে চাহিল, এটা অতি আশ্চৰ্য্য বিষয় ; কিন্তু বৰ্ত্তমান কালের লোকেরা ও তদনুরূপ করিয়া । থাকে, ইহা দেখিতে পাইতেছি, কি না থ্রীষ্টের । কথা শুনিতে পাইলেও অথচ তাঁহাকে মনোনীত । করিয়া উপাসনা করে না, বরং ঐ বীরত্ব স্বরূপ নানা | দেবী দেবীকে প্রিয় জ্ঞান করিয়া তাহদেরই উপাসনা । করে । প্র’। ভাল, ঐ ব্যক্তিকে মুক্ত করিবার কথা শুনিয়া পীলাত । কি ৰালিলেন ?