পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిం সন্তানের মাতৃ পিতৃর বিৰুদ্ধে উঠিয়া তাহাদিগকে বধ করাইবে ; এবং আমার নামার্থে সকলেই তোমাদিগকে মন্দ বাসিবে । কিন্তু যে জন শেষ গৰ্যন্ত সহিষ্ণুতা করে, সেই পরিত্রাণ পাইবে । প্রশ্ন । মন্দির হইতে বহিৰ্গমন কালীন থ্রীষ্টের এক শিষ্য তাহাকে কি কহিলি ? উত্তর | কহিল, যে হে গুরো, দেখা, এ কি প্রকার প্রস্তর ও নিৰ্ম্মিত কৰ্ম্ম সকল ? তখন য়িস্তু তাহাকে উত্তর করিালেন, যে তুমি কি এ বড় নিৰ্ম্মিত কৰ্ম্ম সকল দেথিতেছে ? যে সময়ে ইহার মধ্যে যে অধঃপতিত না। হইবে। এমত এক পাতির অন্যের উপর থাকিবে না, এমন সময় অ্যাসিতেছে । ইহাতে কি বোধ হয় ? দুইটী 〔友灯玄弧1 প্রথম এই, যে মন্দিরের অদ্ভুত নিৰ্ম্মােণ বিষয়ে ঐ শিষ্য তাঁহাকে এ কথা কহিলে পর, থ্রীষ্টের এই উত্তর দেওয়াতে বোধ হয়, যে তাহার শিষ্যদের । সাম্প্রসারিক বস্তুতে হৃষ্ট চিত্ত হওয়া অনুচিত । দ্বিতীয়, গুস্ত্রীষ্টের বিচারেতে প্রত্যেক মনুষ্যের জীবাত্মা , পৃথিবীর তাবীদ্বস্তুহইতে অধিক মূল্যবান যে হেতক মন্দিরের ঐ সৌন্দৰ্য্য নাশবিষয়ে তিনি অথোেদান্তঃকরণে কথা কহিলেন, কিন্তু মনুষ্যের জীবাত্মার নাশবিষয়ে সূস্থান্তঃকরণে রহিলেন না। আর ঐ মন্দির রক্ষার নিমিত্তে তিনি তো কোন কামু করিালেন না, কিন্তু মানুষ্যের জীবাত্মারক্ষার নিমিত্তে