পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৮০ তাহার বস্ত্ৰ ভাগ ২ করিয়া, কে কোন ভাগ পাইৰে, তাহা স্থির করিতে গুলিবাট করিতে লাগিল । এক পুত্র বেলায় তাহারা আঁহাকে ক্রুশ দিল। এবং আঁ হার উপরে দোষ পত্ৰে, এই য়িহুদীদের রাজা ইহা । লেখা ছিল । এব” তাহার একজনকে তঁহার দক্ষিণ দিকে ও অন্য জনকে তঁহার বাম দিকে দুই চোরকে তাঙ্কার সঙ্গে ক্রুশ দিল। তখন সেই গ্রন্থ পূর্ণ হুইল । যাহাতে উক্ত আছে যে তিনি অপরাখিদের সঙ্গে । গণিত ছিলেন । এব” যাহারা সেই স্থান দিয়া যাইতেছিল, তাহারা আপনাদের মাথা লাড়িয়া আঁহার নিন্দা করিয়া বলিল, যে ওরে মন্দিরের নাশক, ও । তিন দিবসে তাহার নির্মাণকারক, তুই আপনার রক্ষা করিয়া ক্রুশহইতে নাম। সেই মত প্রধান । যাজকেরাও পরিহাস করিয়া অধ্যাপকগণের সঙ্গে । পরস্পর বলিল, সে অন্যদের রক্ষা করিল, আপনার রক্ষাতো করিতে পারিল না, এখনতো খ্রীষ্ট গ্নিশরা এলের রাজা ক্রুশহইতে নামূন্য, আমরা তাহ দেখিয়া যেন বিশ্বাস করি । এবং তঁহার সঙ্গে যাহাঁরাজুশে টাঙ্গান গিয়াছিল, তাহারাও তঁহাকে তিরস্কার করিল।