পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO-) | প্রত্ন | পীলাত ক্রুশ দিবার জন্যে খৃষ্টকে তাহদের হস্তে সমাপণ করিলে পর তাহার প্রতি উহারা কি করিল ? উত্তর । তাহাকে দরিদ্যালানে লইয়া গিয়া পরিহাস ভাবে বাগুনী বর্ণের বস্ত্র পরাইল, ও কাঁটার মুকুট বানাইয়া তাহার মস্তকে দিল, এবং হে য়িহুদীদের রাজন নামস্কার ২ বলিয়া হাঁটু পাড়িয়া তাঁহাকে ভজনা করিাতে লাগিল । পরে তাহারা তাহার মস্তকে বেত স্নারিল, ও তঁহার গাত্ৰেতে থুথু দিল, শেষে তাহার নিজ বাস্ত্ৰ আঁহাকে পরাইয়া ক্রুশ দিতে লইয়া 〔5f可1 প্রাণী । ইহাতে কি বোধ হয় ? উৎ । এই বোধ হয়, যে কেবল আমাদের হিতার্থে তিনি এই সকল দুঃথভোগ করিলেন ; অতএব উহারা যেমন তাহাকে পরিহাস রূপে রাজা বলিয়া নমস্কার করিল, তভাবে না করিয়া বাের”। সত্য জ্ঞানে ও প্রকৃত রূপে আমাদের সেই কামু করা কীৰ্ত্তব্য, কি না। তিনিই আমাদেৱী রাজা ইহা নিশ্চয় জানিয়া তৎ, পদত্বানুসারে তাহাকে প্রেম করত মৰ্য্যাদা পৰ্ব্বক তাহার উপাসনা করা অামাদের উচিত । প্রি” । ক্ৰশের আকার কেমন, ও তা হাতে চড়াইয়া কি প্র কারেই বা মানুষ্যের প্রাণ নষ্ট করে। উৎ । যাহার উদ্ভূভাগের কিছু নামতে মানুষের হাতের মত দুইটা হাতা আছে, এমন যে কাষ্ঠের একটা যন্ত্র বিশেষ তাহার নাম ক্রুশ, তাহাতে মানুষকে লটকাইয়া দিয়া তাহার দুই হাতের কােজ ঐ দুই হাতার টেরোতে প্রোকদ্বারা বিদ্ধ করে, এবং ঐ মানুষের দুই পা একত্র করিয়া ঐ যন্ত্রের নীচেতে লৌহ শলাকা