পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ළු සම් দ্বর্গ ত্যাগ করিয়া পৃথিবীতে অবসিয়া অসীম দুঃখভোগ করিলেন । প্রি” । তিনি যে, ঐ মন্দিরের বিষয়ে কহিলেন, অধঃপতিত না হইবে। এমত এক পাতির অন্যের উপর থাকিবে না, এ কথা কি পূৰ্ণ হইয়াছিল ? উৎ । হা, তিনি ঐ কথা কহিলে পর ন্যূনাধিক পায়ত্রিশ বৎসরের পরে সর্ব প্রকারে পূর্ণ হইয়াছিল; কি না রুমী লোকেরা আসিয়া ঐ মন্দিরকে ভাঙ্গিয়া চূৰ্ণ করিল। ফল, তিনি যে কহিয়াছিলেন, এক পাতার অন্যের উপর থাকিবে না, সে কথা বিশেষ রূপে পূৰ্ণ হইয়া গোল ; কারণ এই, যে রুমী লোকদের সৈন্যের মধ্যে এই প্রচারিত হইল, যে ইহার ৰানিয়াদের নীচে বিস্তুর স্বর্ণ অাছে, অতএব সেই স্বৰ্ণ পাইবার নিমিত্তে, উহারা মন্দিরের পুস্তান পৰ্যন্ত থানান করিয়া ফেলিল । প্রি” । ইহাতে কি শিক্ষা পাই ? উ” । দুইটী বিষয়ে শিক্ষা পাই। প্রথম এই, যে পাপ হইয়াছে অতিশয় সৰ্ব্বনাশক বস্তু, যে হেতুক ঐ মন্দিরের নাশের কারণ হইয়াছে য়াহুদী লোকদের পাপ | দ্বিতীয়, য়হুদী লোকদের ও মন্দিরের প্রতি ঋীষ্টের সাৰ্বনাশক বাক্য যদ্রুপ পূৰ্ণ হইয়াছিল, তদ্রুপ যে সকল ভয়ানক ও সৰ্ব্বনাশক কথা তিনি দুষ্ট লোকদের প্রতি কহিয়াছেন, তাহারা মন না ফিরাইলে সেই সকল তাহদের প্রতি অবশ্য হইবে ।