পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OR আছে। ফল, যে সকল লোক গুীষ্টের অন্যাশিত তাহারাও পারমার্থিক বিষয়ে ঠিক তদনুরূপ অৰস্থায় আছে, কি না। নানা ভূল ভূন্তি স্বরূপ অন্ধকারে পড়িয়া আছে। আর মহা থেদের বিষয় এই, যে এতাদৃশ দুঃখগুস্ত হইয়াও অথচ তাহা হইতে মোচন পাইবার ইচ্ছাও কাহার নাই ; এই হেতুক থুষ্ট আপনিই বলিয়াছেন, দোষের নিশায় এই, যে জগতের মধ্যে দীপ্তি আসিয়াছে, কিন্তু মনুষ্যদের ক্রিয়া মন্দ এই কারণ তাহারা দীপ্তি হইতে অন্ধকারকে ऊiब् ष्ठँनाः । প্ৰাণ ! ভাল, তিন প্রহর বেলার সময়ে খৃষ্ট কি করিলেন ? উ০। উচ্চৈঃস্বরে চোচাইয়া কহিলেন, ইলোই, ইলোই, লামা শৰথখানী, অর্থাৎ, হে আমার ঈশ্বর, হে অমারা ঈশ্বর, তুমি কেন আমাকে ছাড়িয়া গিয়াছ । | প্রাক্ত। ইহাতে কি বোধ হয় ? 舌°1页专节前c女女支蛮1 d প্রথম এই যে তিনি নানা প্রকার দুঃখ প্রাপ্ত হইলেন, কিন্তু ঈশ্বর যে তাঁহাকে ছাড়িয়া গিয়াছেন, ইহা তিনি সকলহইতে অধিক দুঃখ জ্ঞান করিলেন, যে হেতুক আমার শিষ্যেরা কেন আমাকে ছাড়িয়া গিয়াছে ? তাহদের মধ্যে এক জন কেন অামার প্রতি বিশ্বাসঘাতকী হইয়াছে ? অার এক জন কেন আমাকে অস্বীকার করিয়াছে ? দুষ্ট লোকেরা কেন আমাকে ক্রুশ দিয়াছে ? ইত্যাদি কোন কথা কহিলেন না ; কিন্তু তাহার অন্তঃকরণে যখন ঈশ্বরীয় অনুভব আর না হইল, তখন সেটাকে প্রধান দুর্থ জ্ঞান করিয়া উচ্চৈঃস্বরে কহিলেন, যে