পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nలిసారీ | প্র’। ভাল, তাহার পর কি হইল ? | উৎ । খৃষ্ট উচ্চৈঃশব্দে চীৎকার করিয়া প্রাণত্যাগ করি।-- てエ| প্রতি । তিনি যে আসন্ন কালে এমত উচ্চৈঃস্বরে চেচাইলেন, ইহাতে কি কোন বিশেষ ভাব আছে ? উৎ। হা, দুইটী বিশেষ ভােব আছে । প্রথম এই যে তিনি মৃত্যুঞ্জয়, কি না মৃত্যু কর্তৃক পরাজিত না হইয়া বরণ স্বেচ্ছানুসারে আপনি প্ৰাণ অর্পণ করিলেন, ইহা প্রামাণ্য করিবার জন্যে এমত উচ্চৈঃস্বরে চেচাইলেন । ফল, তিনি জীৱদ্দশাতে = ~ আপনি করিয়াছিলেন যে কোন জন আমার প্রাণ - আমাহইতে লইতে পারে না, কিন্তু আপনি ইচ্ছায় তাহ সমৰ্পণ করিতেছি ; তাহাকে সমাপণ করিতে চ আমার শক্তি আছে, এবং তাঁহাকে পূনৰ্গহণ করিানা তেও আমার শক্তি আছে। এবং মৃত্যুকালে তাহার ঐ উচ্চৈঃস্বরে শব্দ করণদ্বারা জানা যায়, যে এ কথা সত্য বটে, যে হেতুক সেটা মৃত্যুর প্রতি জয়ন্থনি স্বরূপ হইল। দেখি, মৃত্যু সময়ে মানুষ্যের উচ্চৈঃস্বরে শব্দ করিবার শক্তি না থাকিয় বরণ স্লষ্ট কথা কহিবার শক্তি যদি থাকে, তবে সেটা আশ্চৰ্য্য বোধের বিষয় হয়। メ" দ্বিতীয়, তাহার মৃত্যু সময়ে উচ্চৈঃস্বরে ডাকাতে এই বোধ হয়, যে তাঁহার এই ইচ্ছা ছিল, য়ে তন্ম তুর কথা যেন তােৰই মানুষ্যের নিকটে বাহুল্য রূপে প্রচার হয় । ফল, যাহারা তাহার ঐ মৃত্যুর গুণ অনভূত হইয়াছে, তাহারী গুপ্ত না। রাথিয় বরণ সকলের ত্ৰাণার্থে ৰাহুল্য রূপে ব্যক্তি করবে।