পাতা:মালতী-মাধব.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 মালতীমাধব । মাধব পদ্মাবতী আসিয়া কামন্দকীর আশ্রমে অভিমত বিদ্যার আলোচনায় কাল যাপন করিতে লাগিলেন | কামন্দকীও সমুচিত যত্নে তাহার রক্ষণাবেক্ষণ করেন এবং যাহাতে দুই সতীর্থ প্রিয় যুদ্ধদের পূর্ব প্রতিজ্ঞ সফল হয়, তদ্বিষয়ে একান্ত যত্ন করিতে লাগিলেন।