মলি গ্ৰীমাধব । و" (* অমনি মালতীবেশী মকরদ মুখাবরণ উদঘাটন করিয়া র্তাহার হস্ত গ্রহণ করিলেন। তখন মদয়ন্তিকা, সখি মালতি! নিদ্রা ভাঙ্গিয়াছে ? এই বলিয়া মুখাবলোকন করিবামাত্র অন্যবিধ লোক দেখিয়া চকিত ও স্তব্ধ হইলেন। মকরদ কহিলেন, সুন্দরি ! ভয় কি ? তুমি এই মাত্র যাছার প্রতি প্রণয়াম্বুগ্রহ প্রকাশ করিতেছিলে, সেই এই পরিচিত ব্যক্তি উপস্থিত। তখন বুদ্ধপ্রক্ষিত মদয়ন্তিকার চিবুক উন্নত করিয়া কহিলেন, সখি ! সহস্ৰ সহস্র বাসনা দ্বারা যাহাকে প্রণয় ত্রতে বরণ করিয়ছে, এ সেই প্রিয়তম। অমাত্যভবনের সমস্ত লোকজন প্রস্তুগু | রজনী গাঢ় তিমিরে আর ত। এ সুবিধায় পূর্বোপকারের কৃতজ্ঞতার সমুচিত কৰ্ম্ম কর ; আভরণাদি উন্মোচন । কর ; চল, নিঃশব্দে গমন করি । তিনি কছিলেন, কোথা যাইবে? সে বলিল ইতিপূর্বে মালতী যেখানে গিয়াছে। তখন বুদ্ধরক্ষিত পুনর্বার কহিলেন, সখি ! মনে কর, এই মাত্র বলিয়াছ, “আমি এ দেহের কে ?" নিয়া মদয়ন্তিকার লোচনে আনন্দীগ্র বিনির্গত হইতে লাগিল। বুদ্ধরক্ষিত ইহাকেই আত্মসমর্পণের লক্ষণ বলিয়া নির্দেশ করিল। তখন মকরদ সহর্ষমনে কছিলেন, আদ্য আমি সমধিক সৌভাগ্যশালী ! আমার যৌবনতরু এখন ফলিত হইল ; যে হেতু ভগবান অনঙ্গদেব কমুকুল হইয়া আমাকে চরিতাগ করলেন । অতএব চল,
পাতা:মালতী-মাধব.djvu/১০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।