राष्ट्र: ऋग्नःि । o Y মদনোদ্যানের আভরণভূত বকুলতরুর কুসুমমালা ; ইহাই পারিতোধিক হইবে। ইহা অপেক্ষ মহামূল্য সামগ্রী তার কি ? তখন অবলোকিত বলিল, সখি মালতি । এ বকুলমাল তোমার বড়ই প্রিয়সামগ্রী ; সাবধান, যেন সছস। পরের হস্তগত না হয় । অমাত্য নন্দিনী শুনিয়া তদীয় হিতোপদেশে অবহিত রছিলেন । ইত্যবসরে পদশব্দ শুনিয়া সকলে সেই দিকে দৃষ্টি ক্ষেপ করিলেন | দেখিলেন, কলহংসের সহিত মদয়ন্তিকা, লবঙ্গিক ও বুদ্ধরক্ষিত। দর্শনমাত্র মুন্ত্রিদুহিতা হৃষ্টচিত্তে মদয়ন্তিকা গ্রাপ্তি সংবাদ দিলেন। মুন্ত্রিপুত্রও তৎক্ষণাৎ নিজ কণ্ঠ হইতে উন্মোচন করিয়া সহর্ষচিত্তে প্রিয়ার কণ্ঠে সেই মালা পরাইয়া দিলেন। বৃদ্ধরক্ষিত পরিব্রাজিকার কাৰ্য্যভার সিদ্ধ করিয়াছেন, দেখিয়া সকলেই যৎপরে নাস্তি প্রীত হইলেন । মালতী প্রিয়সঙ্গী লবঞ্জিকার দর্শন পাইলেন বলিয়া পুলকিত হইতে লাগিলেন । অভ্যর্থনার নিমিত্ত সকলে দণ্ডায়মান হষ্টলেন । ইতিমধ্যে তাছার চকিত ও ভীতবেশে সমীপে উপস্থিত হইল। লবসিক শশব্যস্ত হুইয়া কহিল, মহাশয় । রক্ষা করুন, রক্ষণ করুন ; আসিতে আসিতে অৰ্দ্ধপথে নগরর ক্ষী পুরুষেরা মকরন্দকে আক্রমণ করিয়াছে। ঐ সময়ে সহসা সমাগত কলহংসের সহিত তিনি আমাদিগকে এখানে প্রেরণ করি - লেন । কলহংসও কহিল মহাশয়! আমরা এ দিকে আসিতে আমিতে যে মহান যুদ্ধকলরব শুনিলাম, তাহতে বোধ হয়, যেন তথায় পরকীয় সৈন্য ও সমবেত হইয়।
পাতা:মালতী-মাধব.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।