১১২ 히 থাকিবে । হায়! এককালে হর্ষ ও বিমাদ দুই উপস্থিত, এই বলিয়া মালতী অত্যন্ত বিষণ্ণ হইলেন । মাধব স্বাগত প্রশ্নানন্তর বলিলেন, এস মদয়ন্তিকে ! তামীদিগের গৃহ অলঙ্কত কর। তুমি তাদৃশ মহাপ্রভাবের পরাভবশঙ্কায় কাতর হইও না । মকরদের বিক্রম মনে করিয়া দেখ ৷ একাকীর বহু শত্র সমাগম, এই ভাবিয়াই কি তুমি উদ্বিগ্ন হইতেছ? বয়স্যের এ কিছুই নয়। দেখ, গজ যুদ্ধে প্রবৃত্ত অতুলবলশালী সিংহ অবলীলাক্রমে যখন মত্ত গজরাজের মস্তকাস্থি দলিত করে, তখন সে কাহার সাহায্য পায় ? সে সময়, খরনখরালয়ত নিজ করই তাহার একমাত্ৰ সহায় । তোমার ভয় কি ? তিনি নিজ বিক্রমের অন্ত্ররূপ কাৰ্য্য করিতেছেন, এই আমিও যাইয়। র্তাহার সহায়তা করি, এই বলিয়া সুসজ্জ হইয়া কলহংসের সহিত সগর্বে ও উদ্ধতবেশে মকরন্দোদেশে ধাবমান হইলেন। অবলোকিত প্রভৃতি সকলেই বলিলেন, তাহ, ইছর। সকলে নাকি তীক্ষতশরীরে প্রত্যাগমন করিবেন। মালগ্ন ব্যাকুল হুইয়। কছিলেন, মগ বুদ্ধঃক্ষিতে মথি অবলোকিতে ! তোমরা ত্বরায় গিয়া ভগবতীর নিকট উপস্থিত বিপদের সংবাদ দাও ; তার প্রিয়সপি লবঙ্গিকে ! তুমি শীঘ্ৰ যাইয়া আৰ্য্যপুত্রকে বল, “যদি আমরা তোমাদিগের অনুকম্পনীয়া হই, তবে যেন বিক্রমপ্রকাশের সময় একটু সাবধান হইয়া চলেন।" এই কথা শুনিয়া তাহার তিন জনে স্ব স্ব নিয়োগে প্রস্থান করিল। মন্ত্রিস্তুত। অত্যন্ত ব্যাকুল হইয়া কছিলেন, লবঞ্জিকা এত বিলম্ব করিতেছে
পাতা:মালতী-মাধব.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।