গ্রন্থসূচনা | একদা কামন্দকী প্রিয় শিষ্য। অবলোকিতাকে কহিলেন, বৎসে অবলোকিতে আছ। দেবরাততনয় মাধব ও ভূরিবহড়স্থিত। মালতীর কি পরস্পর পাণিগ্রহণ কাৰ্য্য সম্পন্ন হইবে ? আহা আমার বাম চক্ষু নৃত্যু করিতেছে! চক্ষুই শুভসূচক হইয়া মনের সংশয় দূর করিল । চক্ষু নামে বাম, কিন্তু কাজে নিতান্ত দক্ষিণ । অবলোকিত কহিল, আপনার চিত্তচাঞ্চল্যের এই একটা আবার গুরুতর কারণ উপস্থিত । কি আশ্চৰ্য্য ! আপনি একে এই তপঃক্লেশে ক্লিষ্ট, তাহাতে আবার অমাত্য ভূরিবস্তু এই আয়াসকর ব্যাপারে আপনাকেই নিযুক্ত করিয়াছেন। আপনি বিষয় বাসনায় বিরত হইয়াও এ ব্যiসঙ্গের ছাত এড়াইতে পারিলেন না । fতনি কছিলেন, বৎসে ! না না ও কথা বলিও না, দেখ তিনি যে আমাকে কৰ্ত্তব্য বিষয়ে নিযুক্ত করেন, ইছা কেবল এক মাত্র স্নেহ ও বিশ্বাসের কার্য্য। অতএব যদি আমার প্রাণ অথবা তপস্যার দ্বারাও স্বহদের অভিমত কাৰ্য্য সিদ্ধি হয়, সেই আমার প্রধান কৰ্ম্ম ।
পাতা:মালতী-মাধব.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।