- # *५५. * oso আসিয়াছ ? সে উত্তর করিল, ন না, বলিব কি ? डिनेि উদ্যানের বহির্গত হইয়াই যেমাত্র সৈন্যের কল কল স্থনি শ্রবণ করিলেন, আমনি সগৰ্ব্ব চরণ প্রহারে সমস্ত লোকজন দলিত করিয়া পরবলে প্রবেশিলেন ; সুতরাং এ হতভাগিনী নিবাশ প্রতিনিরক্ত হইল। দূর হইতে শুনিলাম, “হা মহানুভব মাধব । হা সাহসিক মকরদ ” এই বলিয়া গুণানুরাগী পৌরজনের গৃহে গৃহে বিলাপ করিতেছে ; আর দেখিলাম, মহারাজও দুই মন্ত্রিদুহিতার ঈদৃশ কৰ্ম্ম শুনিয়া অতীব ক্রুদ্ধ, অস্ত্রশস্ত্র প্রবীণ অনেক পদাতি সৈন্যও প্রেরণ করিয়াছেন এবং স্বয়ং সৌধশিখরে আরোহণ পূর্বক জ্যোৎস্নালোকে সমস্ত কাও দেখিতেছেন। মদয়ন্তিকা শুনিয়া “হা হুতাত্মি" বলিয়। প্রমাদ গণিতে লাগিলেন । লবঙ্গিক মালতীর কথা জিজ্ঞাসিলে উত্তর করিলেন, তিনি এই তোমার আগমন প্রতীক্ষায় প্রত্যাগমন পথে আসিলেন, আমি একটু পশ্চাৎ ছিলাম, পরে তার তাহাকে দেখিতে পাইলাশ না ; বোধ হয়, গহন কাননে প্রবেশিয়া থাকিবেন । লবঙ্গিক কহিল, সগি । তবে চল, শীঘ্র শীঘ্র তাহার অন্বেষণ করি, এখন তিনি অত্যন্ত ব্যাকুল আছেন । এই বলিয়। তাছার ‘সপি মালতী। সখি মালতী " এই রবে ইতস্ত তঃ অনুসন্ধান করিতে লাগিলেন। ওদিকে মাধব উপস্থিত হইয়৷ দেখিলেন, শত্রুসৈন্য অত্যন্ত ভয়াবহ ; নিরন্তর অস্ত্রশস্ত্র সকল উৎক্ষিপ্ত হইতেছে এবং তাহতে চন্দ্রকিরণ প্রতিফলিত হইয়া যেন উজ্জ্বল ভীষণ জ্বলাবলী উৎপাদন করিতেছে। মধ্যে মধ্যে
পাতা:মালতী-মাধব.djvu/১১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।