পাতা:মালতী-মাধব.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अश्लेभ स्रश्न । $o & মকরদের উল্লম্ফন ও উৎপতন মাত্র প্রতিপক্ষসৈন্ত ক্ষুভিত ও বিশৃঙ্খল হইয়। যাইতেছে। দেখিলে বোধ হয়, যেন বলদেবের বিকট ছল চালন দ্বার। কালিন্দীত্ৰোত বিলোড়িত হইতেছে। মার মার, তাত , মাতঃ , হা হতোত্মি! ' ইত্যাকার বে গগনমণ্ডল ও দিগন্ত প্রতিদ্বনিত করিতেছে । তখন মাধবও উপস্থিত হইয়। ভীষণভূজবজ্রপ্রহারে প্রতিবল বিশৃঙ্খল করিতে লাগিলেন। কাছার সাধ্য যে সম্মুখে যায় । তদীয় বিকট বিক্রম দর্শনে ক্রমে রাজমার্গ পদাতিশূন্ত হইল। ছডশেষ সৈন্যেরা এইরূপ বিষম সমর সাহস দর্শনে দিদিগন্তে পলায়ন করিল। উভয় পাশ্বে বিস্মিত, স্তব্ধ ও চকিত লোকেরা সাধু মাধব, সাধু মকরদ বলিয়া মহা কোলাহল করিতে লাগিল । এবংবিধ অসাধারণ বলবীৰ্য্য দ্বার। তাহার। উপস্থিত বিপদ হইতে নির্মুক্ত হইলেন। পদ্মাবতীশ্বর অতিশয় গুণামুরাগী। তিনি ঈদৃশ অলোকসামান্য বলবিক্রম দর্শনে প্রীত হইয়া সৌধশিখর হইতে অবরোহণ করিলেন এবং প্রতীহারী দ্বারা বিনয় বচনোপন্যাস পূর্বক তাহাদিগকে শান্ত করিয়া স্বসমীপে আনিলেন । মাধব ও মকরদ বিনীতভাবে উপস্থিত হইলে, রাজা তাছাদিগের মুখচন্দ্রে পুনঃ পুনঃ স্নিগ্ধ দৃষ্টিপাত করিতে লাগিলেন। অনন্তর কলহংসের মুখে ংশপরিচয়, আভিজাত্য ও গুণগ্রামের কথা শুনিয়া গুরুতর সম্মান ও সৎকার করিলেন। অমাত্য ভূরিবষ্ণু ও নন্দন উভয়েই লজ্জামণী যোগে মলিনবদন ছিলেন ;