পাতা:মালতী-মাধব.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'ు भtन ठौभा १ ! তখন নরেশ্বর মধুর বচনে তাহাদিগকে কছিলেন, “তোমাদের অপরিসীম সৌভাগ্য , এ দুইটা কুল, শীল, রূপ, গুণ সৰ্ব্বাংশেই ভুবনের সারভূত সৎপাত্র। পাত্রের যাহা যাহা অনুসন্ধান করিতে হয়,সে সমস্ত এই একাধারে বিরাজমান। আহলাদের কথা বলিয়া আর শেষ করা যায় না।" এইরূপ প্রবোধ দিয়া, রাজা অভ্যন্তরে প্রবেশিলেন। তখন মাধব ও মকবুন্দ নিঃশঙ্ক মানসে স্বীয় আবাস উদ্যানে প্রত্যাবর্তন করিলেন। মকরন্দ আমিতে আসিতে বলিলেন, “সখে ! তোমার কি সর্বলোকাতীত অকপট বীৰ্য্য ! দোর্দণ্ড প্রহারে বীরগণের দেহাস্থি টুৰ্ণ করিলে ; উৎপতন মাত্র তদীয় আয়ুধ লষ্টয় অসম বিক্রম প্রকাশ করিলে ; দুই দিকে পদাতি শ্রেণী স্তব্ধ থাকিল ও সম্মুখে অনায়ামে সঞ্চরণের পথ হইয়া উঠিল। কি চমৎকার কাও কি অদ্ভুত রণপণ্ডিত্য।” মাধব কহিলেন, “বয়স্য ! এই একটা অত্যন্ত বিযাদের বিষয় ; দেখ, এই মাত্র যাহার। নিশীথোৎসবে নানাবিধ উপভোগ সামগ্ৰী লইয়। আমোদ প্রমোদ করিতেছিল, আবার তাছারাই এখন তোমার ভূজপঞ্জরে পতিত ও জর্জরিত হইয়। রণশায়ী ছইল। ছা, সংসার কি আমার ! মনুষদেছ কি ক্ষণভদুর ! যে মনুষ্য অদ্য কমনীয় মুকুমার কুসুমের ন্যায় প্রফুল্লশরীরে স্বাস্থ্য সুখ সম্ভোগ করিতেছে, কল্য আবার সেই মনুষ্য ব্যাধিনিপীড়িত হইয়া মৃবর্ণসুন্দর শরীর শ্যামল ও শুষ্ক করিয়া আত্মীয় স্বজনের সংশয়স্থল হইতেছে। অন্য যে মহারাঙ্গের প্রভুতপ্রতাপতপন