পাতা:মালতী-মাধব.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ छेन অস্ব । Yగిస* চিত্তবিনোদন করিতেছেন ; চল, অন্বেষণ করিয়া দেখি ” এই বলিয়। চুইজনে মান স্থান অমুসন্ধান করিতে লাগিলেন। রাত্রি প্রভাত হইল। নানা স্থান অনুসন্ধান করিয়া কোন স্থানেই দর্শন পাইলেন না। ও দিকে লবঙ্গিক ও মদয়ন্তিকা তাস্থাদিগের চরণ সঞ্চার দ্বনি শ্রবণে মালতী প্রাপ্তি প্রত্যাশায় হৃষ্ট হইয়া আসিতেছিলেন, পশ্চাৎ তাহাদিগকে দেখিয়া নিরাশ হইলেন। র্তাহারা আসিয়া ‘মালতী কোথায়, জিজ্ঞাসিলে বিযঃবচনে বলিলেন, "মালতী কোথায়! তোমাদিগের পদশব্দে এ ছতভাগিনীদিগের মনে মালতী বলিয়। ভ্রম হইয়াছিল!” মাধৰ শুনিয়া ব্যগ্র হইয়া বলিলেন, “কি, কি বলিলে ? শুনিয়া আমার হৃদয় যে ব্যাকুল হইতেছে! সমস্ত বৃত্তাস্ত ভাল করিয়া বল। কমললোচনার অনিষ্ট শঙ্কায় আমার মন নিয়ত স্বতই দ্রবীভূত ও শঙ্কিত থাকে, তাহাতে আবার থামাক্ষিস্পন্দন হইল। বুঝিলাম, তোমাদের কথা শুভ নছে, কি সৰ্ব্বনাশ উপস্থিত, বল !' তখন মদয়ন্তিকা বলিতে লাগিল, “আপনি এখান হইতে নির্গত হইলে, মালতী সংবাদ দিবার নিমিত বুদ্ধরক্ষিতা ও অবলোকিতাকে ভগবতীর সমীপে প্রেরণ করিলেন এবং সাবধান করিবার নিমিত্ত লবঙ্গিককে আপনার সন্নিধানে প্রেরণ করিলেন । অনন্তর লবঙ্গিকার প্রত্যাগমনে বিলম্ব দেখিয়৷ ব্যাকুলচিত্তে দেখিবার নিমিত্ত অগ্রগামী হইলেন। আমি একটু পশ্চাৎ আসিয়া আর তাছাকে দেখিতে পাইলাম