মালতীমাধব নবম অস্ক । যখন তাহার কামন্দকীর আশ্রমে গিয়। কোন সন্ধান পাইলেন না, তখন অনিষ্টশঙ্কাই বলবতী হইয়া উঠিল । মাধব অত্যন্ত অধীর হইলেন ও নানা বিলাপ করিতে লাগিলেন। সকলে চারি দিক অন্বেষণ করিয়া দেখিলেন, কিছুই সন্ধান হইল না , তখন সমস্ত আশা ভরসা তিরোহিত হইল। এই রূপে কিছু দিন যায়, ক্রমে গ্রীষ্মকাল অতিবাহিত হইল। মাধব নিতান্ত নিরাশ হুইয়া পরিশেষে উন্মত্তের ন্যায় হইলেন ও আছার নিদ্র প্রভৃতি সমস্ত নিত্য কৰ্ম্মও পরিত্যাগ কলিলেন । পূৰ্বপরিচিত স্থান সকল অত্যন্ত অসহ্য বোধ হওয়াতে তাহা পরিত্যাগ করত বৃহদূদ্রোণী শৈলের কাননে প্রবেশ করিলেন। মকরন্দ নিয়ত তাহার সঙ্গেই রহিলেন । মকরমদ মাধবকে বিরহখিন্ন দেখিয় দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক ভাবিলেন, হায়! যছাতে প্রত্যাশা নাই, অথচ নৈরাশ্বও নাই, যাহা ভাবিলে মন ক্ষিপ্তপ্রায় হইয়। গাঢ় মোহতিমিরে লীন হয় এবং সামান্ত পশুগণের স্থায় আমরা যাহার প্রতিবিধান করিতে পারি না, বিধাতা
পাতা:মালতী-মাধব.djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।