পাতা:মালতী-মাধব.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S \ \} মাল স্ট্র মাধব । উদিত ; বোধ হয়, যেন শিথিকুলের নৃত্য নিমিত্ত বিচিত্র নীল চন্দ্ৰাতপ প্রসারিত হইয়াছে। মুবাসিত পৌরস্ত্য বঞ্চু বায়ু নীল জলদজাল আন্দোলিত করিয়া নববারি শীকর বিকিরণ করিতেছে। মদমত্ত ময়ুরগণের কেকারবে দিক সকল মুখরিত। বন্ধের ধারা-সেকে সুরভি হইয়। লোকের মনে আনন্দ বিতরণ করিতেছে । এই কালে মেঘের স্নিগ্ধ গভীর ও ময়ুর গর্জন শুনিয়া কাছার মনে না ভীতি ও প্রীতি রসের সঞ্চার হয় ৷ মধ্যে মধ্যে ভুলক্ষ্য অচিরপ্রভা বিনিঃসৃত হইতেছে। বোধ হয়, যেন স্বর্গ লোক ভূলোকের অসাধারণ শ্ৰীবৃদ্ধি দর্শনবসময় চক্ষুরুন্মেষ করিতেছে ও তখনই যেন লজ্জিত হইয়া নিমলিত ও সমধিক মলিন হুইয়া যাইতেছে। এ সমস্ত মনোরম ব্যাপার অবলোকন কর ও চিত্ত্বব্যাসস পরিত্যাগ কর । মাধব কহিলেন, সখে ! ধৈৰ্য্য ধরিয়া দেখিতে পারিলে এ সকল রমণীয় বোধ হয় বটে, কিন্তু আমার সে ধৈর্য্য নাই, সে বুদ্ধি নাই, সে রসজ্ঞতা নাই, সে বিচারশক্তি নাই, সে জ্ঞান নাই, সে ইন্দ্রিয় নাই এবং মনের সে ভাবও নাই। সকলই প্রিয়ার অনুগমন করিয়াছে। কেবল যাতন দিবার জন্য একমাত্র জীবন রহিয়াছে। অনন্তর সজল নয়নে বলিলেন, কি ভয়ানক কাণ্ড উপস্থিত ! হা প্রিয়ে মালতি । এই বলিয়া শোকার্ভ ও বিচেতন হইলেন। মকরুন্দ দেখিয়৷ বলিলেন, সংপ্রতি বয়স্থোর কি দারুণ দশা উপস্থিত ! হায় ! আমি কি বজ্ৰময় বিষয় লইয়া বিনোদন করিতে তার স্তু করিয়াছি। আহা ! মাধবের প্রত্যাশ বুপি ব৷