পাতা:মালতী-মাধব.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 2 o মালা মাধব । সপ্রণাম নিবেদনে ক্ষণকাল অবধান কল্প । হে বন্ধুগণ । তোমরা এই ভূধরকান্তারে বাস কর, এই খানে একটা সৰ্ব্বাঙ্গসুন্দী প্রকৃতিরমণীয়া কুলবালা বিলোকন করিয়াছ ও তাছার কি দশ ঘটিয়াছে জান ? তদীয় বয়েবস্থা বলি, শ্রবণ কর । তাহার মনোমধ্যে মনোভাব বিলক্ষণ বিপ্লাজমান, অথচ অঙ্গে অনঙ্গলীলার কোন লক্ষণই নাই । ক্ষণেক থাকিয়। কিছুই উত্তর না পাইয়৷ ববিলেন, আঃ কি উৎপাত ! কেহই যে শুনে না । নীলকণ্ঠ উৎকলাপ হুইয়া নৃত্য করত কেফারবে বন আচ্ছন্ন করিতেছে, চকোরের মদালসলোচনে কান্তার অনুসরণ করিতেছে, পশুগণ পুস্থ বিলোলন ব্যাজে কুসুময়ে লইয়া প্রিয়ার গাত্রে লিপ্ত করিতেছে, সকলেই স্ব স্ব সৌভাগ্যে ব্যস্ত। যেখানে প্রার্থন। অনবসরে তিরোহিত হয়, সেখানে কাহার নিকট যাচ এঃ করিয়া কৃতকাৰ্য্য হইব । এই বলিয়; আর এক স্থানে গমন করিলেন । অনন্তর সম্মুখে দৃষ্টিপাত করিয়া বলিলেন, আহা! ঐ করিরাজ তরুস্কন্ধে স্কন্ধভর, ও প্রিয়তমার স্কন্ধে শুওদও অর্পণ করিয়া মুখে কাল ক্ষেপ করিতেছে। ইহারও দুঃখ শুনবার অবসর নাই দেখিতেছি। যাহা হউক, এ দশনাগ্রভাগ দ্বার স্পর্শনিমলিতাক্ষা করিণীর গাত্ৰকণ্ড করিতেছে, ও পর্য্যায়ক্রমে কর্ণযুগল আস্ফালিত করিয়া সুখস্পর্শবায়ু সঞ্চরণ করিতেছে,এবং অৰ্দ্ধভূক্ত নব কিসলয় দ্বারা প্রিয়ার সৎকার করিতেছে। বুঝিলাম, বন্য মতঙ্গজই ধন্ত ও পরম সুখী। এ দিকে সাবার এক গজরাজ !