ソ 8 히 " | ছ। স্ম্যমুন্দর । ছ। কামিনীজন কমনীয়-চিত্ত চেীর । ছ। চন্দ্ৰবদন ! ই ভূংিবস্থর সর্বস্ব ধন ভ্রাতঃ মাধব ! মক ইন্দের এই বাহুবন্ধন এই সংসারে তোমার ইচ্ছাদুলভ ছিল, কিন্তু আজি হইতে তাছাও দুর্লভ হইল । ইহা মনেও করিবে না যে সেই করদ তুমি দিন মুহূৰ্ত্তমাত্র জীবিত থাকিবে । জন্মাবধি নিরবধি সহবাস বশতঃ জননীয় স্তন দুগ্ধও উভয়েই যুগপৎ পান করিয়াছি, হে চন্দ্রমন : এক্ষণে বন্ধদন্ত তপ-জপ যে মিষ্ট একক গান কারণে, ইহা অমুক্ত। এই বলিয়া করুণ পিষ্ট চিত্তে তাহাকে পরিত্যাগ পূর্বক গিঃিশিখরের দিকে চলিলেন । কমন্দকীর পূঞ্জশিয্যা সৌদামিনী নামে এক যোগিনী অদ্ভুত মন্ত্রসিদ্ধি প্রভাব লাভ করিয়া গৰ্ব্বতে কপলিক ব্রতের অত্ব ঠান করিতেন । তিনি তথায় মাল তাঁকে কপালকুণ্ডলগ্রস্ত দেখি কপালকুণ্ডলার প্রতিকূল হইলেন এবং বেগবলে মাধবের ছয়বস্থা দেখিয়া সন্তুনার নির্মিত্ত ত্বরায় আকাশ মার্গে চলিলেন। ব্লছদ্রোণী শৈল কাননে অন্বেষণ করিতে করিতে দূর হইতে মকবুন্দকে আত্মপাতে উদ্যত দেখিলেন । ঐ সময়ে মকুন্দ গিরিশিখরে উঠয়। তত্ৰ ত্য মহেশ্বরের নিকট কৃতাঞ্জলি হইয়। প্রার্থনা করিলেন, ভগবন গৌরীপতে ভূতভাবন সর্বান্তর্যামিন্ সৰ্বশক্তিমন্ সৰ্বফলপ্রদ ! যেখানে প্রিয় সুহৃদ জন্ম গ্রহণ কপ্লিবেন, প্রার্থনা করি, আমারও যেন সেই খানে জন্ম হয়। জন্মজন্মান্তরেও যেন তাহারই সহচর হই । এই বলিয়া যে মাত্র পতনে উদ্যত হইলেন, অমনি সহসা সৌদামিনী
পাতা:মালতী-মাধব.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।