পাতা:মালতী-মাধব.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४५ र छु | - ১৩৫ লাগিলেন । মদয়ন্তিকা ও লবঙ্গিক অমাত্যতনয়ার মোছাপনোদনের নিমিত্ত ন ন উপায় কল্পিতে লাগিলেন । মালতি ! মালতি! বলিয়া ডাকিতে লাগিলেন এবং কামন্দকীকে কহিলেন, ভগবতি ! তাপনি রক্ষা করুন। প্রিযসর্থীঃ নিঃশ্বাস রোধ হইল, ঐ দেখুন, বক্ষঃস্থল স্থির হইল । ছ। আমী ত্য ! হা প্রিয় সখি ! তোমরা উভয়ে, উভয়ের অব্যামের কারণ হইলে । এইরূপে সকলে হাহ। কার করত মূৰ্ছি ষ্ঠ হইলেন । সৌদামিনী ষ্টরি বয়কে আশ্বাস দিয়া তৎক্ষণাৎ তথায় উপনী ত হইয় অমৃ ত বৰণ দ্বারা তাহাদিগের চৈতন্য সম্পদশ করিলেন । তখন মাধব সংজ্ঞা প্রাপ্ত হইয়। দেখিলেন, মালতী পুনরুজ্জীবিত ; ত হয় নামা চলশ্বাসা, পয়োধর ওপ্র ময়মনোহর, বক্ষঃস্থল মিথ কোমল ও নয়ন স্বভাবশোভন হইয়া উঠিল । সূৰ্চ্ছাপগমে মুখমণ্ডল, দিবা-প্রারম্ভে প্রফুল্ল কমলের ন্যায় বিরাজমান হইল। ঐ সময়ে যোগিনী আকাশমণ্ডল হইতে তাহাদিগকে আশ্বাস দিয়া কহিলেন, অমাত্য ভূমিবযু, নৃপতি ও নন্দনের প্রণাম অনুরোধ পরিত্যাগ করিয়া তনয়াবিয়োগ শোকে হুতাশনে আত্ম-সমৰ্পণ করিতেছিলেন, আমি সহসা উপস্থিত হুইয়া সমস্ত বিবরণ বলিয়। নিবৰ্ত্তিত করিলাম । তিনি ও এই ব্যাপার শুনিয়া গুরুতর হর্য বিস্মঘে নিমগ্ন হটলেন । শুনিবাৰ্মাত্র মাধব ও মকবুন্দ উৰ্দ্ধদুটি হইয়া কছিলেন, ভগবতি ! আমাদিগের অদৃষ্ট প্রসন্ন ঐ সেই যোগিনী জলদমালা বিলোড়ন করিয়া অন্তরীক্ষে আসিতেছেন ।