*ग छड़ ।।' 3 করিয়া কামন্দকী সমীপে গিয়া কছিলেন, ভগবতি! আমি আপনার সেই চিরন্তন শিয্য, প্রণাম গ্রহণ করুন। পরিত্রাজিক বলিলেন, এ কি ! সৌদামিনী, এস,এস ; চির দিনের পর আজি তোমাকে দেখিলাম। তুমি ভূরিবসুর জীবন দান জন্য প্রচুর পুণ্য সঞ্চয় করিলে। তোমার কার্যে শরীর প্রমোদিত হইয়াছে, তথাপি আলিঙ্গন দ্বার। আরও প্রমোদিত কর, আর প্রণামে প্রয়োজন নাই। তুমি দুরবগাছ ব্যাপার সকল এইরূপ অবলীলাক্রমে সম্পন্ন করিয়া জগন্মান্য হইয়াছ, তোমার সেই পূর্বপ্রণয়বীজেই আজি এ অপৰ্যাপ্ত ফল প্রসব করিল। তখন মাধব ও মকরদ বিস্মিত হইয়া বলিলেন, ভগবতী নিয়ত যাহার গুণে পক্ষপাতিনী, ইনি কি সেই পূর্বশিষn সৌদামিনী ? তবেত ইহঁর কিছুই অসম্ভাবিত নয় । মালতী ও কহিলেন, এই আর্য্য। সেই সময়ে ভগবতীর পক্ষপাতিনী হইয়া কপালকুণ্ডলাকে ভৎসনা করেন, আমাকে স্বীয়, আবাসে লইয়া গিয়া ভগবতীয় সমান যত্নে রক্ষা করেন এবং অভিজ্ঞান বকুলমাল। আনয়ন পূর্বক পদ্মাবতী আলিয়। স্বজনগণকে আসন্ন মৃত্যু হইতে রক্ষণ করেন, । এই সেই জীবনদায়িনী সৌদামিনী । অনন্তর মাধব ও মকরদ কছিলেন, অ৷ কি অনুগ্রহ ! ভগবানু চিন্তামণি །ཨ་ཨེ་ཁྱེ সিদ্ধি করেন, কিন্তু তা হাতে চিন্তা পরিশ্রমের আবশ্যক করে ; আদ্য আর্য্য। যে অনুগ্রহ করিয়াছেন, তাছা অনন্যকৃত ও মনোরথাতীত। সৌদামিনী তাহাদিগের লেী জন্যে অত্যন্ত লঙ্গি ত হইতে লাগিলেন । অনন্তর سہ!A
পাতা:মালতী-মাধব.djvu/১৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।