পাতা:মালতী-মাধব.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 2b- - মালতী মাধব । কহিলেন, ভগবতি ! অদ্য পদ্মাবতীশ্বর নন্দনের সম্মতি লইয়া ভুরিবস্তুর সমক্ষে এই পত্র লিখিয়া মাধবের নিকট প্রেরণ করিয়াছেন। এই বলিয়া পত্র সমর্পণ করিলেন। কামন্দকী পত্র লইয়া পড়িতে আরম্ভ করিলেন । পত্রে লিখিত ছিল ;–স্বস্ত্যস্ত, মহারাজের বিজ্ঞাপন এই, তুমি অতি সৎকুলজাত, নানা গুণে অলঙ্কৃত, শ্লাঘ্য জামাত। তোমার সমস্ত আপদ দূর হইয়াছে বলিয়। আমরা পরম প্রীতি লাভ করিয়াছি। পূৰ্ব্ব হইতেই মদয়ন্তিক মকরন্দের প্রতি আতিশয় অমুরাগিণী, অদ্য আমার ও তোমার তুষ্টির নিমিত্ত, তোমার প্রিয় মিত্রকে মদয়ন্তিক দান করিলাম। মাধব এই পত্রার্থ অবগত হইয়া, আপনাকে চরিতার্থ বোধ করিলেন, তখন মালতীর মনো রথ পূর্ণ হইল ; সংসার আনন্দময় বোধ হইতে লাগিল । , অবলোকিতা, বুদ্ধরক্ষিতা ও কলছংস আসিয়া আনন্দে নানাবিধ নৃত্য করিতে আরম্ভ করিল। সকলে সকেতুক নয়নে দেখিতে লাগিলেন। তখন লবঙ্গিক বলিল, এমন কে আছে, যে এই সম্পূর্ণ সৰ্ব্বাঙ্গীন মহোৎসবে নৃত্য না করিয়া থাকিতে পায়ে ? কামন্দকী বলিলেন, সত্য, এমন রমণীয় বিচিত্র উজ্জ্বল কাও আর কোথাও । ঘটিবে ? অনন্তর সৌদামিনী কছিলেন, অমাত্য ভূরিবয় ও দেবরাতের অপত্য-সম্বন্ধ-বাসন চির দিনের পর পরিপূর্ণ হইল। এই আর একটা পরম মুখের বিষয় বলিতে হইবে । তাহারা সকলে ঐ কথার গুঢ়তত্ত্ব শ্রবণে কৌতুকী হইলে,