দশম সঙ্ক । - ン○ কমন্দকী বলিলেন, নন্দন যখন প্রসন্ন-চিত্তে মদয়ন্তিক৷ দান করিয়াছেন ও মালতীকে মাধবামুরাগিণী দেখিয়া যখন স্বেচ্ছাপূর্বক পরিত্যাগ করিয়াছেন, তখন আমরা সৰ্ব্বতোভাবে নিঃশঙ্ক হইয়াছি। এক্ষণে পূর্ব কথা বলি শ্রবণ কর । আমাদিগের পঠদ্দশাতে এই সৌদামিনীর সমক্ষে, ভুরিবস্থ ও দেবরাতের এই প্রতিজ্ঞ হয়, যে উত্তর কালে আমাদিগের অবশ্যই কোন অপত্য-সম্বন্ধ করিতে হইবে । প্রধান সুহৃদ নন্দনের কোপশান্তির নিমিত এত দিন ঐ কথা গোপনে রাখিয়াছিলাম। র্তাহরণ শুনিয়া কামন্দকীর সম্বরণগুণ ও অবিচলিত নীতি-কৌশলে বিস্মি ত ও মুগ্ধ হইলেন এবং তাহকে শত শত বার প্রশংসা করিতে লাগিলেন । অনন্তর পরিত্র।জিকা বলিলেন, বৎস মাধব । পূর্বে মনোরথ মাত্রে তোমাদিগের যে কল্যাণ সংকল্প ক্টরিয়াছিলাম, এক্ষণে তোমার পুণ্যবল ও আমার দুই শয্যার প্রযত্ন দ্বারা তাহ সফল হইল, তোমার বয়স্যের ভিলর্ষি ত প্রিয়1-সমাগম লাভ হ'ষ্টল এবং রাজা ও নন্দন কাছই অসন্তুষ্ট হইলেন না । ইহা অপেক্ষ। তার কি ভাবহ ব্যাপার আছে, বল ? মাধব শুনিয়া অতি মাত্র iীত হইলেন ও তা হার চরণে প্ৰণাম করিলেন । অনন্তর রাজা, নন্দন ও অমাত্য ভূরিবসু আসিয়া tহাদিগের অভিনন্দন করিলেন এবং সমুচিত যত্ন ও মাদরে মহা সমারোহে স্ব স্ব ভবনে গেলেন । ধব ও মকরনদ ੇ দিন শ্বশুরালয়ে থাকিয়া অভিমত থ সম্ভোগে কাল যাপন করত অভীষ্ট বিদ্যাধায়ন মম।
পাতা:মালতী-মাধব.djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।