পাতা:মালতী-মাধব.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * মালতীমাধব । মাধব মদনোৎসবে মালতীর দর্শন লাভ করিয়া নিরতিশয় উৎকণ্ঠিত ছিলেন। র্তাহার এই প্রথম বিকার, মন যে কেমন অস্বচ্ছল,কিছুই বুঝিতে পারিলেন না। ভাবিতে লাগিলেন, যখন সেই চন্দ্রমুখীকে মনে করি, তখন লঞ্জ দূরীভূত, বিনয় অপনীত, ধৈর্য উন্মথিত ও সদসদ্বিবেচনা অস্তমিত হয় ; মন কোন মতেই তাহ। হইতে নিবৃত্ত হয় না। কি আশ্চর্য্য! আমার যে হৃদয় তাহার সন্নিধানে বিস্মিত, ভাবান্তর রহিত, আনন্দে জড়িত ও অমৃতসাগরে প্লাবিত ছিল, এক্ষণে র্তাহার তাদর্শনে সেই হৃদয় যেন জ্বলন্ত অঙ্গরে পরিচুম্বিত হইতেছে। এই চিন্তা করিতেছেন ইত্যব্যারে মকরম, বয়স্য এ দিকে, এ দিকে এই বলিয়৷ ডাকিলেন। মাধব সন্নিহিত হইলে কহিলেন, সঙ্গে ! সুর্যের কিরণ অতি প্রখর, ক্ষণকাল এই উদ্যানে বিশ্রাম করা যাউক। দেখ, ঐ কাঞ্চন রক্ষের মুল বিকসিত কুসুমে যুবাসিত ও স্নিগ্ধ ছায়ায় সুশীতল । চল ঐ খানে গিয়া বসি । মাধব কহিলেন, ডোমার যথা অভিরুচি। অনন্তর উভয়ে তরুতলে গিয়া শ্রান্তি দূর করিতে লাগিলেন । পরে মকরদ মাধবের মনোগত রত্তান্ত জিজ্ঞায় হইয়৷ কহিলেন, সগে ! নগরাঙ্গনাদিগের মদন মহোৎসব দেখিয়া যদবধি তুমি প্রত্যারত্ত হইয়াছ, সেই অবধি তোমাকে যেন অন্যবিধ বোধ হইতেছে। তুমি কি রতিপতির শরগোচরে পতিত হইয়াছ ? মাধব কিছুই