পাতা:মালতী-মাধব.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 মল শ্ৰীমাধব । কখন বা অপাঞ্জ প্রসারিত দর্শনে আমাকে দেখিতে লাগিলেন। কিন্তু যখন তাছার ও আমার চারি চক্ষু একত্র হয়, তখনই তিনি নয়ন কিঞ্চিৎ সঙ্কুচিত করেন ; পরে দেখিলাম, তাহর নয়নযুগল আলস্যে মুকুলিত ও নিম্যে শূন্য হইয়া যেন আন্তরিক কোন আনন্দে হাসিতেছে। এই সকল দেখিয়া শুনিয়া আমার হৃদয় একে ত অত্যন্ত অব্যবস্থিত ছিল, তাহাতে আবার সুনয়নার কটাক্ষপাতে অপহৃত, পীত, বিদ্ধ ও উম্মোহিত श्न । এইরূপে সেই মনোহারিণী কামিনীর অবশ্য সম্ভাবনীয় প্রণয় রসে প্লবমান হইয়াও আপন চাপল্য ংগোপন নিমিত্ত প্রারব্ধ বকুলমালার শেষভাগ যথাকথঞ্চিৎ গাথিলাম ; অনন্তর কতকগুলি অস্ত্রপাণি বর্ষবরপ্রায় পুরুষ আসিয়া উপনীত হইল। তাহাদিগের সহিত সেই চন্দ্রমুখী এক করিণীপুষ্ঠে আরোহণ করি। নগরগামী মার্গ অলঙ্কত করিয়৷ চলিলেন । ध३दर्भ সময়ে গ্রীবাভঙ্গ পূৰ্ব্বত্ব আমাকে অমৃতসিক্ত ও বিষণি৫ কটাক্ষে বিদ্ধ করিয়া গেলেন । তদবধি আমার যে কেমন বিকার জম্মিয়াছৈ, তাহার ইয়ত্ত করিতে ও বাক্য দ্বারা সমুদায় ব্যৰ করিতে পারি না ; আর জন্মাবধি যে কখন ঈদুশ দুঃসহ যাতনা ভোগ করিয়াছি, তাহাও মনে হয় না বিবেকশক্তি নাই, মহামোহ প্রবল এবং চিত্ত জড়ভূত্ব