পাতা:মালতী-মাধব.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ो५” अन्न | )為 হইলেন। লিখিতে লিখিতে কহিলেন, সখে মকরদ ! লিখিব কি, তাছার সঙ্কপ মাত্র বাস্পললিলে দৃষ্টি তিরোহি ত হইতেছে, শরীর স্তব্ধ ও রোমাঞ্চিত হইতেছে এবং অঙ্গুলি সকল স্বেদজলে প্লাবিত ও কম্পিত হইতেছে ; তথাপি যেমন পারি লিখি ; এই বলিয়। প্রতিকৃতি আলিপিত করিয়া একটি শ্লোক রচিয়া নিয়ে লিখিলেন । – এই জগতে নব শশিকল প্রভৃতি স্বভাবমধুর অনেক মনোহর পদার্থই আছে বটে, কিন্তু এই নয়নমনোহর রূপ যে নয়নগোচর করিয়াছি, আমার জন্মের মধ্যে এই অদ্বিতীয় মহোৎসব । এই রূপে চিত্র কৰ্ম্ম সমাপন করিয়া মকরনদ কে দেখাইলেন । তিনি নিরীক্ষণ করিয়া কছিলেন, বয়স্থা ! হঁ। রূপ বটে, ইহাতে অনুরাগ হওয়া তোমার নি তান্ত অসঙ্গত নহে, এই বলিয়া শ্লোক পড়িতে লাগিলেন । ইতিমধ্যে মন্দরিক কলহংসের অন্বেষণ নিমিত্ত তথায় উপস্থিত হইয়া মাধব ও মকরন্দকে সমাসীন দেখিয়া লজ্জিত ও সঙ্কুচিত হইল এবং তাহাদিগকে প্রণাম করিয়া উপবেশন পূর্বক কহিল, কলহংস ! পদচিহ্ন দেখিয়াই বুঝিয়াছি, তুমি এখানে আছ ; এখ আমার চিত্রফলক দাও । কলহংস তৎক্ষণাৎ চিত্রপট প্রদান করিলে সে দেখিয়া জিজ্ঞাসিল, কলহংস ! ইহাতে কে কি নিমিত্ত মালতীকে লিখিয়াছে ? সে বলিল, মালতী যে নিমিত্ত যাহাকে লিখিয়াছিলেন। মন্দারিকা শুনিয়া প্রীতি প্রসন্নমনে কছিল, তাহা কি সৌভাগ্য ! এত দিনে বিধাতার সৃষ্টিকৌশল সফল হইল। মকরদ