* y ম|ণীমাধব । জিজ্ঞাসিলেন, মন্দারিকে ! এ বিষয়ে কলহংস যাহ। কহিয়াছে, তাহ! কি সত্য ? তার অমাত।-তনয়৷ মাধবকে কোথায় দেখিলেন, বলিতে পার ? সে কহিল মহাশয় ! পরম্পরানুরাগের বিষয়ে আর সংশয়ই নাই। আর লবঙ্গিকার মুখে শুনিয়াছি, মন্ত্রি-তনয়া বাতায়ন দিয়া দেখিয়াছেন। শুনিয়া মকরদ কহিলেন, সখে ! হইতে পারে, আমরা নিয়তই অমাত্য-ভবনের আসন্ন পথে সঞ্চরণ করিয়া থাকি, সেই থানেই মল তা তোমাকে দেখিয়া থাকিবেন । মন্দারিকা বলিল, আপনার আজ্ঞা করুন, আমি লাইয়া প্রিয়সঙ্গী লবম্বিককে ভগবান কামদেবের এই সুবিধান জানাই, এই বলিয়। বিদায় লইয়া ত্ৰিপট গ্রহণ পূৰ্ব্বক প্রস্থান করিল। ক্রমে মধ্যাহ্ন কাল উপস্থিত । দিবাকর গগনমণ্ডলের ' মধ্যভাগ হইতে অবিরত তীব্র কিরণ বিস্তার করিতে লাগিলেন। প্রচণ্ড রৌদ্র, পথ অত্যন্ত উত্তপ্ত , কাহার সাধ্য যে গমনাগমন করে ; প্ৰণান্তে ও কেহ ঘরে: বাহিরে যাইতে চাহে ন। অন্যতপ প্রদেশ স্বর্গাদৃশ বোধ করিয়া জীবগণ হুখে নিদ্রা যাইতে লাগিল । পক্ষিগণ নিজ নিজ নীড়ে নিস্তদ্ধভাবে রহিল। পশুকুল স্বৈরবিহার পরিহার পুরঃসর ছায়াময় তরুতলে রোমন্থ করিতে লাগিল। পিপাস বলবতী, জল জল করিয়া সকলেই বাএ। শরীর ক্ষণমাত্রে স্বেদ মলিলে পরিপূত হইতে লাগিল । তখন মকবুন্দ কহিলেন, বয়স্য ! ভগবান সহস্ৰ-কিরণ
পাতা:মালতী-মাধব.djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।