মালতীমাধব । --aos» 9 фе Фи দ্বিতীয় অঙ্ক । কমন্দকী মকরদ মুখে মদনোদ্যান বৃত্তান্ত অবগত হইলেন এবং অত্যন্ত প্রীত হইয়ও তৎকালে মনের ভাব গোপনে রাখিলেন। অনন্তর মালতী সমীপে যাইবার নিমিত্ত, তত্ত্ব জানিবার আশয়ে, অবলোকি তাকে অমাত্যভবনে প্রেরণ করিলেন । অবলোকিত সমস্ত বৃত্তান্ত অবগত হইয় প্রত্যাবৰ্ত্তন পূর্বক কামন্দকীসমীপে নিবেদন করিলেন, ভাবতি ! শুনিলাম, লবঙ্গিক মদনোদ্যান হইতে প্রত্যাবৃত্ত হইব মাত্র অমা ত্যতনয়৷ তাহার হাত ধরিয়া অট্টালিকার উপরে বসিয়া কি মন্ত্রণ। করিতেছেন। পরিজননীকে তথায় যাইতে নিষেধ করিয়াছেন । বোধ হয়, মাধবের কথাবার্তা লইয়। আছেন। তাছার অনুরাগ ত অত্যন্ত উদ্বেল হইয়াছে। আবার এ দিকেও শুনিলাম, গত দিবস রাজা প্রিয়সুহৃং নন্দনের প্রী ত্যৰ্থ মাল তা চাহিলে, অমাত্য উত্তর করিয়াছেন যে, নিজ কন্যার প্রতি মহারাজের প্রভুত্বই আছে। অতএব বুঝিলাম, মালতী মাধবানুরাগ কেবল আমরণ হৃদয়শূল হইয়া রহিল। যদি ভগবতীর প্রভুত্বের কোন
পাতা:মালতী-মাধব.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।