পাতা:মালতী-মাধব.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

この মালতীমাধব । বৰ্ত্তে, তাহাদিগের ভাগ্যে দুঃখের পরিসীমা থাকে না। পিতা মা তার অভিপ্রেতি কতিপয় বিষয়ের নিপত্তি হইলেই কন্যাপুত্রের শুভ সম্বন্ধ স্থিরীকৃত হয়, তাহারা স্ব স্ব কন্যা পুত্রের মনের আসক্তি গুণের আসক্তি এবং ব্যবহারে আসক্তি কিছুই দেখেন না। এই রূপে বিষমবৈরীর ন্যায় তনয় তনয়ার সংসারমুখ চির জীবনের মত বিলুপ্ত করেন। এই রূপ বলিতে বলিতে দূর হইতে মালতীকে দেখিয়৷ বলিতে লাগিলেন, আহা ! অমাত্যতনয়৷ বিরহসন্তাপে রুশ ও কাতর ; কিন্তু কদলীগর্ভের ন্যায় রসবতী ও একমাত্র শশিকলার ন্যায় নয়নের উৎসব হেতু । ইহাকে দেখিলে মনে যেমন হর্যোদয় তেমনি ভয়ও হইতেছে । আহ ! মালতীর কপোলপাণ্ডগ প্রভৃতি কি চমৎকার শোভাই সম্পাদন করিয়াছে ! যাহার প্রকৃতিসুন্দর, তাহাদিগের বিকৃতিও অতি সুন্দর দেখায়। এই বলিতে বলিতে সমীপে গমন করিলেন । মালতী মাধবের চিন্তায় বাহ্যজ্ঞান শূন্য ছিলেন। লক ঙ্গিক তাহার গাত্রচালনা করিয়া ঐ ভগবতী আসিতেছেন এই কথা বলিলে সসভ্রমে গাত্রোথান করিলেন এবং প্রণাম পূর্বক আসন প্রদান করিলেন। পরিব্রাজিক “অভিমত ফলভাজন হও" বলিয়া আশীৰ্বাদ প্রয়োগ পূর্বক আসন গ্রহণ করিলে, সকলে উপবিষ্ট হইলেন। অমাত্যমৃত কুশল প্রশ্ন করিলে কামন্দকী তদীয় মনের ভাব বুঝিবার আশয়ে কৃত্রিম দীঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়৷ কহিলেন, হ এক প্রকার কুশলই বটে। বঙ্গিক। শুনিয়া