দ্বিতীয় অঙ্ক । ○〉 ভবিল, এ ত কপট নাটকের প্রস্তাবনা উপস্থিত | পরে জিজ্ঞাসিল, ভগবতি! কথা কহিতে বাস্পভরে কণ্ঠস্বর মন্থর ও স্তম্ভিত হইতেছে এবং দীর্ঘ নিঃশ্বাস বহিতেছে, ং প্রতি আপনার কি উদ্বেগের কারণ উপস্থিত ? তিনি উত্তর করিলেন, সে প্রস্তাব আমাদিগের চীরচীবর ধারণের সমুচিত নহে। তুমি কি জান না, আমাদিগের এই মালতী সহজ বিভ্রম বিলাসের আধার, যুবগণের বশীকরণ মন্ত্র, স্থিরতর চিত্তের উন্মাদ হেতু, ধৈর্য্যতরুর নিশিত অস্ত্র এবং অনঙ্গদেবের অব্যর্থ শর। ইনি অনুচিত বরে সমপি ত হইবেন (এবং সকল গুণই বিফল হইবে, এ কি সমান্য তাপের বিষয় ! ধাত্রী কন্যা কছিল, সত্য বটে, তামাত্য রাজার কথা ক্রমে নন্দনকে মালতী দিতে চাহিয়াছেন শুনিয়া সকলেই অমাত্যের নিন্দ করিতেছে। মালতী এত দিন কিছুই জানিতেন না, এক্ষণে শুনিবামাত্র ব্যাকুল হইয়া ভাবিলেন, হায় ! নৃপতিসন্তোষের নিমিত্ত আমি পিতার উপহার সামগ্ৰী হইয়াছি ! পরিব্রাজিক কছিলেন, কি আশ্চৰ্য্য ! গুণ বিচারে বিমুখ হইয়৷ অমাত্য কেনই বা ইহাতে প্রবৃত্ত হইলেন । যাহার কুটিল নীতি অবলম্বন করে তাহাদিগের কি অপত্যমেছ আছে । কন্যাদান করিলে রাজার নৰ্ম্মসচিবনন্দন আত্মীয় হুইবে, এই বিবেচনা কেবল স্নেহশূন্য পাষাণহৃদয়ের কর্য। লবঙ্গিক বলিল, আপনি যে আজ্ঞা করিলেন সকলই সত্য, অপত্যমেহ থাকিলে সেই গতযেীবন ও বিরূপ বরে কন্যাদানের বিষয় কি অমাত্য বিচার করিতেন না । মালতী শুনিয়৷
পাতা:মালতী-মাধব.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।