পাতা:মালতী-মাধব.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ মালতীমাধব । মনে মনে কহিতে লাগিলেন, হায়! রাজপ্রসাদ লাভই পিতার বড়, মালতী কি কিছুই নহে! ছ। ছ হাস্মি ছতভাগিনীর ভাগ্যে কি অনৰ্থবজ্রপাত উপস্থিত। লবঙ্গিক কছিল, ভগবতি । এক্ষণে আপনি কিঞ্চিৎ অনুগ্রহ করিয়া উপস্থিত জীবন্ধুত্ব হইতে প্রিয়সখিকে রক্ষা করুন। আপনি ইহাকে নিজ কন্যাই জ্ঞাম করিবেন। তিনি উত্তর করিলেন, অগ্নি সরলে ! আমার প্রভৃত্বে কি হইতে পারে। দেখ, কুমারীদের প্রায় পিতাই প্রভু ও দেবতা। তবে যে ক4ছহি তা শকুন্তলার দুষ্মন্তকে বরণ, উর্বশীর পুরুরবাকে আত্মসমপণ ও পিতৃবাসন উল্লঙ্গনপূর্বক বাসবদত্তার বৎস রাজের পাণিগ্রহণ ইত্যাদি যে সকল উপাখ্যান আখ্যানবেত্তাদিগের মুখে শুনিতে পাওয়া যায়, সে সকল । সাঙ্গসের কথা উপদেশ দেওয়া উচিত হয় না । সুতরাং অমাত্য ভূরিবস্তু কাৰ্য্যগৌরববশতঃ রাজার প্রিয়যুদ্ধং নন্দনকে কন্যা দান করিয়া সুশী হউন। আমাদিগের মালতীও বিরূপবরের হস্তগত হইয়। রাহুগ্ৰস্ত বিমলা শশিকলার ন্যায় চিরশোচনীয়া হউন । মালতী শুনিয়া সজল লোচনে মনে মনে বলিতে লাগিলেন, ছ। পিতঃ ! আমার ভাগ্যক্রমে তুমিও এত নিদারুণ । হায় ভোগতৃষ্ণ কি বলবতী ! ইতি মধ্যে অবলোকিত কহিল, ভগবতি ! আপনি এখানে বিলম্ব করিতেছেন, কিন্তু মাধবের শরীর অত্যন্ত অসুস্থ। কামন্দকী শুনিবাৰ্মাত্র বিদায় চাছিলেন । ধাত্রীদুহিত। গোপনে পরামর্শ করিলেন, সখি! এখন ভগবতীর