পাতা:মালতী-মাধব.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Moo মালতীমাধব । সখি ! এই ঘা সেই মছামুভাব হয়। মহোদধি ভিন্ন পারিজাত তরুর উৎপত্তি আর কোথায় সম্ভাবতে পারে? কামন্দকী কছিলেন, শুন, সেই দেবরাত তনয় শিশু বটে, কিন্তু সমস্ত বিদ্যার আধার, দেখিতে অবিকল শরচ্চন্দ্রের স্থায় মধুর। অধিক কি, নগর পরিভ্রমণে নিৰ্গত হইলে, তাহাকে দেখিবার নিমিত্ত মহিলাগণের তরল ও লোলুপ লোচনে বাতায়ন সকল যেন কুবলয়ে অলঙ্কৃত হয়। সংপ্রতি সে এখানে আসিয়া বালসুহৃৎ মকরন্দের সহিত তাম্বীক্ষিকী বিদ্যা অধ্যয়ন করিতেছে। তাছারই নাম মাধব । তাহারা শুনিয়া অত্যন্ত প্রীত হইলেন । এইরূপ প্রসঙ্গ হইতে হইতে ক্রমে বেল অবসান হইল। কাছারও সৌভাগ্য চিরস্থায়ী নহে। যে দিনমণি ৷ ত্ৰিলোক দগ্ধ করিবার নিমিত্ত মধ্য গগনে থাকিয়া দুর্বিষহ তেজঃ বিস্তার করিয়াছেন, তিনিই আবার এক্ষণে হীনকান্তি হইয়া অস্তাচলের সন্নিহিত হইলেন। পতন কালে করসহস্রও র্তাহার অবলম্বন হইল না। মনের বিরাগেই যেন রক্তবর্ণ হইলেন। পরিশেষে যেন নিজ তেজঃপুঞ্জ অগ্নিকে সমর্পণ করিয়া পশ্চিম সাগরে প্রবেশিলেন । দিবা, ভর্তৃবিরহে মলিন হইয়া অযুগমন করিলেন। সন্ধ্যা উপস্থিত হইল। ভৎকালে ন সুৰ্য্য, না চন্দ্র, না তারক কিছুই রছিল না ; সুতরাং নাতিশীতোষ্ণ বলিয়া সকলেই প্রতি ছইতে লাগিল। কেন না, যেখনে বিশেষ গুণ নাই সেখানে দোষ না দেখিলেই সকলে সন্তুষ্ট হইয়া থাকে।