পাতা:মালতী-মাধব.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । პ);ა ভাবিতে লাগিলেন, অমাত্যকুমারী সাতিশয় বিনীতা ও শান্তপ্রকৃতি, তথাপি আমার কয়েক দিনের কৌশলেই সখীমাত্রশরণা হইয়া আছেন। সম্প্রতি আমার বিরছে কাতর হন, সন্নিধানে প্রসন্ন থাকেন, নির্জনে থাকিতে ভাল বাসেন, প্রীতিপূর্বক পারিতোষিক দেন, আমার মতের অনুসরণ করেন এবং বিদায় চাছিলে কণ্ঠলগ্ন হইয়া নিরুদ্ধ করেন ও দিব্য দিয়া প্রণাম পূর্বক প্রত্যাবৰ্ত্তন প্রার্থনা করেন । এক্ষণে এত দূর আশা যথেষ্ট । যখন আমি আনুষঙ্গিক কথায় শকুন্তল৷ প্রভৃতির ইতিহাস উত্থাপন করি, তখনি শুনিয়া আমার ক্রোড়ে শরীর সন্নিবেশিত করিয়া, স্থির চিত্তে চিন্তা করেন। যাহা হউক, আদ্য মাধবের সমক্ষে ইছার মনের ভাব জানিব । পরে তাহাদিগকে কহিলেন, বৎসে ! এই দিক দিয়া কুসুমাকরোদ্যানে প্রবেশ কর । এই কথা শুনিয়া মালতী ধাত্ৰীকন্যার সহিত প্রবেশ করিতে করিতে পূর্ববৎ নানা চিন্তু করিতে লাগিলেন। লবঙ্গিক। বলিল, সখি ! দেখ দেখ সহকার মঞ্জরী সকল সুমধুর মধুতরে আর্দ্র ও অবনত ; মধুকরের। মধু গন্ধে অন্ধ হইয়া চতুর্দিকে পরিভ্রমণ করিতেছে ; কোকিলের কলরবে ও বিহঙ্গকুলের কোলাহলে তরুমওলাঁ আপুরিত হইতেছে ; অশোক কিংশুক চম্পক প্রভৃতি রক্ষ সকল কুসুমিত হইয়া চতুদিক যুবাসিত করিতেছে ; মৃদু মন্দ বিনিঃসৃত স্বেদবিন্দুর উপরি মুরভি সমীরণ, সুধাবিন্দুর ন্যায় ও চন্দন রসের ন্যায়