Wó মালতীমাধব । শীতলস্পর্শ বোধ হইতেছে। চল, আমরা গিয়া ঐ মনোহর উদ্যান মধ্যে উপবেশন করি। এই কথা বলিতে বলিতে কামন্দকীর পশ্চাৎ পশ্চাৎ চলিলেন । মাধব, অবলোকিতার মুখে শুনিবামাত্র, পূর্বেই ঐ স্থানে যাইয়। র্তাহীদের আগমনের প্রতীক্ষায় ছিলেন । ইত্যবসরে কামন্দকীকে দেখিয়া হৃষ্টান্তঃকরণে কছিলেন, তা, ঐ ভগবতী উপস্থিত! যেমন বারিধারা বর্ষণের পূর্বে অচিরপ্রভ প্রাদুর্ভূত হইয়া আতপতাপিত শিখিকুলকে আশ্বাসিত করে, তেমনি প্রিয়ার আগমনের পূর্বে ইনি আসিয়া আমার উৎসুক মনকে বিশ্বস্ত করিলেন। অনন্তর পশ্চাৎ ভাগে দৃষ্টিপাত করিয়া কছিলেন, এই যে লবঙ্গিকার সহিত প্রিয়াও । আসিতেছেন। কি আশ্চৰ্য্য ! সুলোচনার মুখচন্দ্র দর্শন করিলেই আমার মনঃ চন্দ্রকান্ত মণির দ্যায় দ্রবীভূত ও জড়িত হয়। আহা, অদ্য প্রেয়সীর রূপ কি রমণীয় ! শরীর বিলাসভরে অলস ও স্নান চম্পক কুসুমের স্যায় বিবৰ্ণ । দেখিলে অন্তঃকরণ বিকৃত ও উন্মত্ত হয়, নয়ন যুগল চরিতার্থ হয় এবং মদনানল প্রবল হইয় উঠে । এই রূপ চিন্তা করত তাছাদিগের বিশ্বস্ত আলাপ শ্রবণ লালসে অন্তরালে রছিলেন । - এ দিকে অমাত্যভূছিভ কছিলেন, সখি ! চল ঐ নিকুঞ্জকাননে কুসুম চয়ন করি । এই বলিয়। লবঙ্গিকার সহিত পুষ্প চয়ন করিতে লাগিলেন। মালতীর
পাতা:মালতী-মাধব.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।