এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবি-রস্তান্ত । ভারতবর্ষের দক্ষিণ ভাগে পদ্মনগর নামে এক নগর ছিল। কাশ্যপবংশীৰ্থ কতিপয় বেদপারগ ব্রাহ্মণ তথায় বাস করিতেন । তা হীরা নিয়ত অধ্যয়ন ও অধ্যাপনায় ব্যাপৃত থাকতে সৰ্ব্বত্র প্রতিষ্ঠিত ছিলেন। নিয়ত মাগযজ্ঞাদি এবং ব্রহ্মচর্য প্রভৃতি ত্রতের অনুষ্ঠান করিতেন। ঐ শ্রোত্রিয় ব্রাহ্মণের তত্ত্ববিনিশ্চয়ের নিমিত্ত নানা শস্ত্রের আলোচনা করিতেন, যজ্ঞ ও গণতাদি কৰ্ম্মের নিমিত্ত অর্থসংগ্ৰহ করিতেন, তপত্য উৎপাদনার্থ দারপরিগ্ৰছ করিতেন এবং তপশ্চৰ্য্যার নিমিত্ত পরমায়ুর যত্ন করিতেন। ঐ বংশে ভট্টগোপাল নামে এক সুপ্রসিদ্ধ ব্যক্তির জন্ম হয় ৷ নীলকণ্ঠ নামে অতি পবিত্রকীর্তি তাহার এক পুত্র ছিলেন । তাছার ঔরসে জাতুকণার গর্ভে মহাকবি ভবভূতি জন্ম গ্রহণ করেন। ভবভূতির অপর নাম শ্রীকণ্ঠ | মহাকবি ভবভূতির সহিত নটদিগের অল্পত্রিম সৌহার্দ থাকাতে তিনি এই নানা গুণালঙ্ক চ নাটক