পাতা:মালতী-মাধব.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 3 মালতীমাধব । মহানুভব মনোরম বেশ ভুষা করিয়া মদমযাত্রা দর্শনে গিয়াছিলেন ; তাছাকে দেখিয়া বোধ ছইল যেন নিজ যাত্রা মহোৎসব দর্শন মানসে অনঙ্গদেবই অঙ্গপরিগ্রহ করিয়া স্বকীয় কাননভূমি অলঙ্কত করিয়া আছেন। আমাদিগের ভর্তৃদারিকাও ঐ খানে ছিলেন। দৈবাৎ উভয়েরই নয়নে নয়নে সঙ্গতি হইল। তখনই তত্ত্বদারিকার বিবিধ বিভ্রম বিলাস প্রকাশ পাইতে লাগিল ; শরীর স্তম্ভ স্বেদ রোমাঞ্চ প্রভৃতি সাত্ত্বিক ভাবে পরম সুন্দর হইয় উঠল। তখন উভয়েই স্ব স্ব যৌবনকে মহার্ধ্য জ্ঞান করিতে লাগিলেন। পরস্পরের নয়ন সঙ্গতি সময়ে যে চক্ষু সঙ্কোচ হইয়াছিল তাহাতেও চিত্ত উৎসুক হইতে লাগিল। আমরাও দেখিয়া আনন্দিত হইলাম। তদবধি প্রিয়সখী নির্বার যাতনায় ও দারুণ দেহ-দাছে কাতর ; ' ক্ষণমাত্র পূর্ণ চন্দ্র দেখিলেও নবকমলিনীর ন্যায় মলিন হইয়া যান ; নিশাগমে চন্দ্রকান্ত মণিহার ধারণ করেন, সহচরীগণের কেহ কপূরস, কেহ বা চন্দনরস, কেছ বা নলিনীদল লইয়। চকিতমনে চতুর্দিকে প্রতীক্ষা করিতে থাকে। এই রূপে প্রিয়সখী সজল কমলদলশয্যায় জাগরণে রজনী অতিবহন করেন ; যদি কথঞ্চিৎ নিদ্রার সমাবেশ হয়, অমনি স্বপ্নলব্ধ প্রিয় সমাগমে পদতলের লাক্ষরাগ প্রক্ষালিত ও কপোল-যুগল পুলকিত হয় ; কখন বা সহসা জাগরিত হইয়া শয্যাতল শূন্য দেখেন, অমনি যেন কোন অপহৃত বস্তুর অন্বেষণ করিতে করিতে স্থা যান ; আমরা সসন্ত্রমে