পাতা:মালতী-মাধব.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্গ । ጳ (ሉ নানা যত্ন করিলে, মূৰ্ছার বিচ্ছেদ হয় ; তখন যে দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করেন, বোধ হয়, যেন তাছাতেই জীবনের শেষ হইল। আমরা ভর্তৃগরিকার ঈদৃশী দারুণ দশ দর্শনে কর্তব্যবিমূঢ় হইয়। কখন জীবন পরিত্যাগে কৃতসঙ্কল্প হই, কখন বা দুৰ্ব্বার দৈবের শত শত বার তিরস্কার করি । অতএব আপনি অবলোকন করুন, এই লাবণ্যময় সুকুমার শরীরে কুসুমশরের বিষম শর প্রস্থার যে কত দিনে শুভফলদায়ী হইবে, কিছুই বলিতে পারি না। বিশেষতঃ সম্প্রতি বসন্ত কাল উপস্থিত। এই মন্দ মন্দ মলয়মারুত কুলুমরেণু হরণ করিয়া লোকের মনে আনন্দ বিতরণ করিতেছে, ভ্রমর কোকিলের কলরবে চতুর্দিক আকুলিত ; এ দিকে অভিনব চুতমঞ্জর বিনিগত, অশোক ও কিংশুক তরু বিকসিত হইয়া কাম দেবের জ্বলন্ত অগ্নির ন্যায় প্রসুন জাল ধারণ করিয়াছে ; তরুলতাগণ কেছ পল্লবিত, কেছ বা কুলুমিত, কেহ বা ফলভরে অবনত ; জলে কমল, কুমুদ, কহলার প্রভৃতি জলপুষ্প সকল বিকসিত । ফলতঃ কি জল, কি স্থল, যে দিকে দৃষ্টিপাত কর, অসাধারণ বসন্তসৌভাগ্য বই আর কিছুই দেখিতে পাওয়া যায় না। দিবসের অবসানকাল পরম রমণীয় হয়। এই সময়ে উজ্জ্বল ধবল জ্যোৎস্নাজলে গগনতল ও দি গুল প্রক্ষালিত হয় । ছিম নিম্মুক্ত তারা ও তারপতি পরম শোভন হইয়া বিরাজ করেন। বিয়োগীর পক্ষে এ সকল ভয়ানক