পাতা:মালতী-মাধব.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । לצ8 কাও । জানি না, ইহাতে প্রিয়সখীর কি দশ ঘটিবে । - কমন্দকী আদ্যোপান্ত শ্রবণ করিয়া বলিলেন, লব, ঙ্গিকে! যদি মালতীর মাধবোদেশেই অনুরাগ জন্মিয় থাকে, তবে সে গুণজ্ঞ তারই কার্য্য । ইহাতে আমি বড় সন্তুষ্ট হইলাম, কিন্তু এই দারুণ দশা শুনিয়া হৃদয় বিদীর্ণ হইতেছে । হায়, কি প্রমাদ ! এই সুললিত শরীর স্বভাবতই সুকুমার, তাছাতে পঞ্চবাণ অত্যন্ত দারুণ । আবার মনয়মরু , কলিকা ও চারুচন্দ্রাদি দ্বারা কালও তেমনি ভীষণ হইয়াছে । লবঙ্গিক বলিল, ভাবতি ! তারও নিবেদন করি, এই যে মাধবের চিত্রময় প্রতিরূপ এবং এই যে র্তাহার করবিরচিত কণ্ঠলম্বিত বকুলমাল ইহাই প্রিয়সঙ্গীর একমাত্র জীবনাবলম্বন। মাধব অন্তরাল হইতে শুনিয়া সম্ভৃষ্ণ-মানসে কহিলেন, হে বকুলাবলি ! তুমি প্রিয়তমার প্রিয় সামগ্ৰী, এ ভুবনে তুমিই ধন্য ; অনন্যস্থলভ কণ্ঠলম্বন লাভ তুমিই জন্ম সার্থক করিলে। এই রূপে পরস্পর কথাবার্তা চলিতে লাগিল । ইতিমধ্যে শঙ্কর গৃহের দিকে একটা ঘোরতর কলরব হইয়া উঠল । সকলে স্থিরকর্ণে এই রব শুনিলেন । “কে অরে শঙ্কর গৃহবাসিগণ! তোমরা সকলে সাবধান হও । সেই পোষিত দুষ্ট শার্দুলটা সহসা যৌবনস্থলভ দুৰ্ব্বিষহ রোধভরে বলপূর্বক লৌহপিণ্ডুর ও শৃঙ্খল ছিন্ন ভিন্ন করিয়া গৃহ হইতে বহির্গত হইতেছে ;