পাতা:মালতী-মাধব.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । 8 % উ হার লাঙ্গুল ও শরীর স্ফীত হইয়। দ্বিগুণ হইল ; মঠের বাহির হইয়াই প্রচণ্ড বজপাতের ন্যায় দারুণ চপেটাঘাতে নর তুরঙ্গাদি জীবসমূহ পাতিত করিতেছে এবং ব্যগ্রতা সহকারে ছতজন্তু কবলিত ও চর্বিত করিতেছে ; অস্থি ও দন্তের পরস্পর প্রতিঘাতে বিকট কড় মড় ধনি হইতেছে ; কঠোর নখর প্রহারে জীব জন্তু বিদারিত করিয়া রুধিরধারায় সঞ্চরণ মাগ পঙ্কিল করিল ; মধ্যে মধ্যে ভীম গৰ্জ্জনে হতশেষ প্রাণিগণকে ভাত ও বিদ্রোবিত করিতেছে ; কুপিত কতান্তের ন্যায় আসিয়া ঐ প্রিয়সখী মদয়ন্তিকাকে আক্রমণ করিল ; সকলে ইহার জীবন রক্ষায় যত্নবান হও ।" এই কথা বলিতে বলিতে বুদ্ধ রক্ষিত ত্ৰস্ত ও ব্যস্ত সমস্ত হইয়া উপস্থিত হইল এবং পুনর্বার বলিতে লাগিল, আমার প্রিয়সী নন্দনের সহোদরা মদয়ন্তিকা শঙ্কর গৃহে ছিলেন। সহসা সেই দুষ্ট শীর্দুলটা আসিয়৷ তদীয় পরিজনবর্গকে হত ও বিদ্রোবিত করিল ও তাছাকেও ধরিয়াছে। তোমর। সকলে আসিয়া রক্ষা কর । কমন্দকী প্রভৃতি সকলেই বুদ্ধরক্ষিতার মুখে মদয়ন্তিকার বিষম বিপতি র কথা শুনিয়া প্রমাদ গণিতে লালিলেন । তখন মাধব 'কোথায় কোথায়” এই কথা বলিয়া শশব্যস্ত হইয়া অন্তরাল হইতে বহির্গ ত হইলেন। মালতী সহসা মাধবকে উপনীত দেখিয়া হর্ষ ও ভয়ের মধ্যবর্তী হইয়া বিলোললোচনে তাছার প্রতি দৃষ্টিপাত