পাতা:মালতী-মাধব.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- ম!ল নীমাধব । করিলেন ; তখন মাধব ভাবিতে লাগিলেন, আহ আমি কি পুণ্যবান্‌ ! আমার অসম্ভাবিত দর্শন লাভে প্রিয়া উল্লাসিত লোচনে আমাকে দেখিলেন । বোধ হইল, যেন অবিরল কমল মালায় গ্রথিত দুগ্ধস্রোতে স্নাত বিস্ফারিত নয়নে কবলিত এবং অমৃতবর্ষণে পরিষিক্ত হইলাম। এইরূপ ভাবিতে ভাবিতে প্রকাশে বুদ্ধরক্ষিতাকে কহিলেন, দুষ্ট শাৰ্দ্দল কোথায় ? সে বলিল, ঐ উদ্যানের পথে । শ্রবণমাত্র মাধব সেই দিকে বিকট বিক্রমে ধাবমান হইলেন। কামন্দকী তাছাকে সাবধান করিতে লাগিলেন । মালতী, কি প্রমাদ ! কি সঙ্কট । এই ভাবিতে লাগিলেন। মাধব যাইতে যাইতে দেখিলেন, ব্যাস্ত্রের সঞ্চরণ পথ, শোণিত-তোতে প্লাবিত ও হত জন্তুর অবয়বে প্রচও ভয়ানক হইয়াছে। অনন্তর সোপতাপ চিত্তে কছিলেন, আঃ কি বিপদ ! আমরা বিদূরে, কন্যটি পশুর আক্রমণ গোচরে, কি করি। সকলে হা মৃদয়ন্তিকে ! হা মদয়ন্তিকে ! বলিয়া রোদন করিতে লাগিল ইত্যবসরে, মকরদ সহসা উপস্থিত হইয়া শ্বাপদাহৃত অন্যান্য পুরুষের করতলস্থ অস্ত্র লষ্টয়া ধাবমান হইলেন। সকলে তাহাকে সাধুবাদ করিতে লাগিল। তিনি বাবা দিব। মাত্র শার্দুল আসিয়া তাছাকেৰেই নথর প্রস্থার করিল, অমনি মকরদও শার্দুল কৃত প্রছার গণনা না করিয়া তৎক্ষণাৎ খড়গ প্রহার কারলেন এবং মুস্থিত হইলেন। সেই প্রহারে দুৰ্জ্জয় শ্বাপদ নিছ ত হইল দেখিয়া সকলে অপরিসীম আনন্দিত