পাতা:মালতী-মাধব.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । -مسحرگاه:ده---------- তুর্থ অঙ্ক। কমন্দকী প্রভৃতি সকলে একতান মনে নানা যত্ন করিতে লাগিলেন । মদয়ন্তিক কহিলেন, ভগবতি ! ইনি বিপন্ন জনের বন্ধু, সম্প্রতি আমার নির্মিত্ত সংশয়িত জীবন হইয়াছেন। আপনি অনুগ্রহ করিয়া রক্ষা করুন। তখন কামন্দকী উভয়কেই কমওলুজলে সিক্ত করিয়া বাতাম দিতে আজ্ঞা দিলেন। মালতী প্রভৃতি চেলাঞ্চল সঞ্চালিত করিতে লাগিল। ক্ষণমধে ই মকরদ মোহশূন্য হই। মাধবকে বিচেতন দেখিয়া কহিলেন বয়স্থ ! বয়ন্ত ! C4 কাতর হইলে কেন, এইত তামি সুস্থ হইয়াছি। এই বলিয়। গাত্রোথন করিবামত্র মদয়ন্তিক যৎপরে নাস্তি প্রীত হইলেম । মালতী আর বিলম্ব সহিতে না পরিয়া ঔৎসুক্য বশতঃ মাধবের ললাটে করম্পর্শ করিয়া বলিলেন, তোমার প্রিয়বয়স্য মকরদ সৌভাগ্য ক্রমে চৈতনা লাভ করিয়াছেন । * তমনি মালতীর* করম্পর্শ মাত্র মাধবের মোহ অপনোদিত হইল। উঠিয়৷ সাহসিক সখাকে সমধিক সমাদরে আলিঙ্গন করিলেন। কমন্দকী উভয়ের শিরোস্ত্রাণ ও মুখ চুম্বন করিয়া আপনাকে জীববৎস জ্ঞান করিলেন । অন্যান্য সকলেই তাহাদিগের চেতনা